ফেসবুক ছাড়ছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড থিয়েরি অনরি। শুধু ফেসবুকই নয়, টুইটার আর ইনস্টাগ্রামকেও বিদায় বলেছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে এ কথা জানান ফরাসি এই কিংবদন্তি। 

কিন্তু হঠাৎ এ সিদ্ধান্ত কেন নিয়েছেন অনরি? তার বিদায়ের কারণ হচ্ছে বর্ণবাদ ও সাইবার হয়রানি। শেষ কয়েক বছরে এমন কার্যকলাপ বেড়েই যাচ্ছে, এইতো গেল জানুয়ারিতেও ম্যানচেস্টার ইউনাইটেডের হারের পর দলের কৃষ্ণাঙ্গ খেলোয়াড়রা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন। আর এমন আচরণের কোনোপ্রকার প্রতিকারের দিকেও মনোযোগী নয় কর্তৃপক্ষ। এ ক্ষোভ থেকেই ফেসবুকসহ সব ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিদায় বলেছেন তিনি। টুইটারে তার অনুসারীর সংখ্যা ছিল ২৩ লাখ আর ইনস্টাগ্রামে ২৫ লাখ।

ব্যক্তিগত সব সামাজিক যোগাযোগ অ্যাকাউন্টে তিনি এ ঘোষণা দিয়ে লেখেন, ‘কাল থেকে আমি নিজেকে সব ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিচ্ছি। ক্ষমতায় থাকা লোকেরা যতক্ষণনা কপিরাইট ভাঙাকে যেভাবে বিচার করেন, তেমন পদক্ষেপ যদি বর্ণবাদের বিপক্ষেও না নেওয়া হয় ততদিন পর্যন্তন ফিরব না। এটা বর্ণবাদ, হয়রানির চূড়ান্ত রূপ। এটা যে পরিমাণ মানসিক অত্যাচারে শেষ হয় তা অবহেলা করার মতো কিছু নয়। এক্ষেত্রে জবাবদিহিতা থাকা চাই।’

অনরির মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার হয়রানির পরিমাণ বাড়ছে কর্তৃপক্ষের অবহেলার কারণেই। বললেন, ‘একটা অ্যাকাউন্ট খুলে খেলোয়াড়দের হুমকি দেওয়ার কাজ করাটা, হয়রানি করেও নাম পরিচয় গোপন করাটা খুবই সহজ। এ অবস্থার পরিবর্তন আসার আগ পর্যন্ত আমি সব ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আশা করব শিগগিরই এ অবস্থায় পরিবর্তন আসবে।’

এনইউ