বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়ার ঘটনায় সাম্প্রতিক সময়ে বেশ কিছুদিন আলোচনার কেন্দ্রে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। যা নিয়ে তার ক্লাব রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল কড়া প্রতিবাদ জানিয়েছিল। সেই ধারাবাহিকতায় এই ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে শাস্তি দিয়েছে লা লিগা। এছাড়া বর্ণবাদের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে। এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও ভিনিসিয়ুসের নাম উঠে এসেছে। 

ইন্টার মিলানকে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। ফাইনাল ম্যাচটি শুরুর আগে ইস্তাম্বুল আতাতুর্ক স্টেডিয়ামে ছিল সাংস্কৃতিক আয়োজন। যেখানে কয়েকজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুরের মুর্ছনা তুলেছিলেন। তার মধ্যে একজন ব্রাজিলিয়ান পপ সুপারস্টার আনিত্তা। জমকালো সেই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের সময় তিনি পিঠে ‘ভিনিসিয়ুস জুনিয়র’ লেখা একটি জামা পরেন।

এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস। আনিত্তার তার পক্ষে এমন অবস্থানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই পপ শিল্পীর দুটি ছবি শেয়ার দিয়ে টুইটারে ভিনিসিয়ুস লেখেন, ‘তোমাকে ভালোবাসি, আনিত্তা।’ এর আগেও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল, সেই সময় আনিত্তা ভিনিসিয়ুসকে ‘ব্স্টে ফ্রেন্ড’ বলে উল্লেখ করেন।

আরও পড়ুন >> মার্টিনেজকে হারিয়ে আলভারেজের বিশ্বরেকর্ড

 
 
 
 
 

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে বিদায় নিয়েছিল টুর্নামেন্টটি সর্বোচ্চ সফল দল রিয়াল মাদ্রিদ। এরপর তারা আগামী মৌসুমের জন্য দল গোছাতে শুরু করেছে। ইতোমধ্যে দলের প্রধান তারকা ১৪ বছর পর বার্নাব্যুকে বিদায় জানিয়েছেন। এরপর সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন সাবেক এই ফরাসি উইঙ্গার। এছাড়াও রিয়ালের জার্সিতে দীর্ঘদিন খেলা মার্কো অ্যাসেনসিও, এডেন হ্যাজার্ডও বিদায় নিয়েছেন।

ভিনিসিয়ুসকে বর্ণবাদী আক্রমণের ঘটনায় প্রতিবাদ হিসেবে দুটি আফ্রিকান দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ১৭ জুন বার্সেলোনার মাঠে তারা আফ্রিকান দেশ গিনি এবং ২০ জুন পর্তুগালের লিসবনে খেলবে সাদিও মানের সেনেগালের বিপক্ষে। এছাড়া আগামী বছরের মার্চে সেলেসাওরা স্পেনের বিপক্ষেও একটি ম্যাচ খেলার কথা রয়েছে।

এএইচএস