অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
বিশ্বকাপের ফাইনাল রাতে, খেলা দেখবেন যেভাবে
আর্জেন্টিনায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মাঠে নামছে ইতালি ও উরুগুয়ে। আজ (রোববার) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় দিয়েগো আমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লাতিন ও ইউরোপের দুই প্রতিনিধি।
পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলবধ করে সেমিফাইনালে জায়গা করে নেওয়া ইসরায়েলকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে উরুগুয়ে। এর আগে ১৯৯৭ ও ২০১৩ সালে বয়সভিত্তিক এই টুর্নামেন্টটির ফাইনালে খেলেছিল লাতিন আমেরিকার দলটি। যদিও শিরোপা জিততে পারেনি একবারো।
বিজ্ঞাপন
অন্যদিকে, দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে আসে ইতালি। এবারই প্রথম অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে নাম লেখালো ইতালির যুবারা। এর আগে ২০১৭ ও ২০১৯ সালে সেমিফাইনালে খেলেছিল তারা।
দুই দলের সামনেই প্রথম শিরোপার হাতছানি। এবার যে দলই জিতুক, নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে যুবাদের এই বিশ্বকাপ।
বিজ্ঞাপন
খেলা দেখবেন যেভাবে
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে ভারতের সনি টেন৩ এইচডি (SONY TEN 3HD), সনি লাইভ(Sony LIV)। এছাড়া ফিফা প্লাসেও (fifaplus) সম্পূর্ণ ফ্রি’তে খেলা উপভোগের সুযোগ রয়েছে।