পুরো একাদশই বদলে গেল বাংলাদেশের
এক ম্যাচ বাকি থাকতেই ফাইনাল নিশ্চিত হওয়ায় দ্বিতীয় ম্যাচে একাদশ পরিবর্তনের আভাস দিয়েছিলেন কোচ জেমি ডে। প্রথম ম্যাচের একাদশ থেকে দ্বিতীয় ম্যাচের একাদশ সম্পূর্ণ ভিন্ন। পুরো নতুন একাদশ নামিয়েছেন কোচ জেমি। অধিনায়ক জামাল ভূঁইয়া আগের ম্যাচে ছিলেন বদলি ফুটবলার। এই ম্যাচে অধিনায়ক হিসেবেই একাদশে ফিরেছেন৷
আগের ম্যাচে জাতীয় দলের জার্সি প্রথমবারের মতো গায়ে দিয়েছিলেন তিনজন। আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে অভিষেক হচ্ছে অন্য দুইজনের। দুই ডিফেন্ডার মো. ইমন ও মেহেদী হোসেনের আন্তর্জাতিক ম্যাচে যাত্রা হচ্ছে।
বিজ্ঞাপন
গোলরক্ষক শহিদুল আলম সোহেল অনেক দিন পর সুযোগ পেয়েছেন। গতকাল (শুক্রবার) অনুশীলন শেষে কোচ গোলরক্ষক রানার সঙ্গে অনেকক্ষণ আলোচনা করেছিলেন। শেষ পর্যন্ত একাদশে সোহেলকে বেছে নিয়েছেন কোচ। ফরোয়ার্ড সুমন রেজা, মানিকরা গত ম্যাচে বদলি খেললেও আজ একাদশে খেলছেন।
বাংলাদেশ পুরো একাদশ বদল করলেও নেপাল তাদের একাদশ অপরিবর্তিত রেখেছে। কোভিডকালীন সময়ে দুই দল পাঁচ ফুটবলারকে বদলি করার সুযোগ পাবেন ম্যাচ চলাকালে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ও নেপাল উভয় দল জাতীয় দল হওয়ায় আজকের ম্যাচটি ফিফা টায়ার-১ স্বীকৃতি পাচ্ছে। নভেম্বরে ঢাকায় এই দুই দলের সর্বশেষ লড়াই ড্র হয়েছিল।
বাংলাদেশ একাদশ : শহিদুল আলম সোহেল (গোলরক্ষক), মো. ইমন, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান, মেহেদী হোসেন, জামাল ভূঁইয়া, মানিক মোল্লা, আবদুল্লাহ, মাহবুবুর রহমান সুফিল, সুমন রেজা ও রাকিব হোসেন।
এজেড/এমএইচ