ফাইনালেও উঠেও মুখে তৃপ্তির হাসি নেই নেপালের কোচ বাল গোপাল মহারজনের। পূর্ণ শক্তির দল ও স্বাগতিক সমর্থন নিয়েও বাংলাদেশকে হারাতে পারেনি নেপাল। টানা দুই ড্র করে ফাইনালে উতরে গেলেও এখনো যে প্রতিপক্ষের গোললাইন অতিক্রম করাতে পারেননি নেপালী ফরোয়ার্ডরা। 

কোচ বাল গোপাল মহারজনকে ম্যাচের পরের স্কোরিং নিয়েই বেশি প্রশ্ন শুনতে হয়েছে। সেই প্রশ্ন থেকে পরিত্রাণের জন্য তিনি বলেন, ‘আমরা ফাইনালে গোল করব। সেই লক্ষ্যে আমার দলকে প্রস্তুত করব।’ প্রতিপক্ষ বাংলাদেশ দল নিয়ে নেপালের কোচ বলেন, ‘বাংলাদেশ ভালো দল এবং মেধাবী ফুটবলার রয়েছে। তারা ম্যাচে সেই মেধার স্বাক্ষর রেখেছে।’

গত বছর নভেম্বরে নেপাল ঢাকায় গিয়ে দুই ম্যাচের সিরিজ খেলেছিল। সেই দুই ম্যাচে খেলা বাংলাদেশ দল আর এই ম্যাচের দল সম্পর্কে প্রশ্ন করলেও তিনি নিজের দলের কথাই বলেছেন, ‘নভেম্বরে আমাদের দলের কয়েকজন ফুটবলার বাংলাদেশে যেতে পারেনি করোনার জন্য। এই দলে প্রায় সবাই রয়েছে। প্রস্তুতিও হয়েছে ভালো।’ 

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ড্র করলেও ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন নেপালের ডিফেন্ডার রোহিত চাঁদ। ম্যাচ সেরার পুরস্কার আড়াইশ ডলার। আগের ম্যাচে বাংলাদেশের সোহেল রানা এই পুরস্কার পেয়েছিলেন। 

এজেড/এমএইচ