স্বাগতিকদের আগেই সাফের শহরে বাংলাদেশ
আগামী ২১ জুন থেকে ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট খেলতে গতকাল (১৬ জুন) দিবাগত রাতে বাংলাদেশ দল ভারত পৌঁছায়। সেদিন বিকেলে কম্বোডিয়ার নমপেন থেকে রওনা হন জামালরা ভূঁইয়ারা। থাইল্যান্ডে দুই ঘন্টা ট্রানজিটে কাটিয়ে ভারতীয় সময় পৌনে ১১টায় তারা বেঙ্গালুরুতে পৌঁছান। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে একটু বেশি সময় লাগায় হোটেলে পৌঁছতে রাত ২টা বাজে বাংলাদেশ দলের।
এবারের সাফে আটটি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে বাংলাদেশ ও নেপাল বেঙ্গালুরু পৌঁছেছে। স্বাগতিক ভারত এখনও বেঙ্গালুরুতে আসেনি। তারা ভুবেনশ্বরে একটি টুর্নামেন্ট খেলছে। সেই টুর্নামেন্ট শেষে ভারত ও লেবানন একই সঙ্গে বেঙ্গালুরু পৌঁছাবে ১৯ জুন। পাকিস্তান ফুটবল দলের ইতোমধ্যে ভারতে সাফ খেলার অনুমতি মিলেছে। ফলে এরইমধ্যে মরিশাস থেকে ভারতীয় ভিসার আবেদনও করেছে পাকিস্তান।
বিজ্ঞাপন
এজেড/এএইচএস
বিজ্ঞাপন