ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে শনিবার দিনের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় কুয়েত। ফলে ভারতীয় শিবিরে কিছুটা হলেও চাপ ছিল। নেপালের বিরুদ্ধে হার কিংবা ড্র মানেই অপেক্ষা বাড়ত সেমিফাইনালের। জিতলে শেষ চার নিশ্চিত ছিল। প্রথমার্ধ গোলশূন্য থাকায় চাপ বাড়ছিল। পরিস্থিতি বদলে দিলেন ক্যাপ্টেন সুনীল ছেত্রী। তিনি সামনে থেকে পথ দেখালেন দলকে। শেষ পর্যন্ত নেপালকে ২-০ ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। 

শুধু ভারতই নয় এর ফলে কুয়েতও শেষ চারে চলে গেছে। ভারত ও কুয়েতের দুই ম্যাচে ৬টি করে পয়েন্ট। গ্রুপের বাকি দুই দল পাকিস্তান ও নেপালের সমান ম্যাচে পয়েন্ট শূন্য। তাই এই দুই দলের বিদায়টাও এখন নিশ্চিত। ফলে শেষ ম্যাচে ভারত ও কুয়েতের মধ্যে হবে গ্রুপ সেরা হওয়ার লড়াই। আর নেপাল ও পাকিস্তান খেলবে সান্ত্বনার ম্যাচ।

শনিবার বেঙ্গালুরুর মাঠে ভারতের আক্রমণাত্মক ফুটবলের জবাবে প্রতি আক্রমণ নির্ভর খেলেছে নেপাল। প্রথমার্ধে আক্রমণের জবাব তাই পাল্টা দিতে দেখা গেছে হিমালয়ের দেশটিকে। তবে এই অর্ধে কোনও গোলই হয়নি।

বিরতির পর  ভারতের আধিপত্য বেশি। এই অর্ধে নেপালকে কিছুটা ক্লান্ত মনে হয়েছে। ভারত গোছালো আক্রমণ করে গোল আদায় করে নিয়েছে। ৬০ মিনিটে বা প্রান্তের ক্রসে ছেত্রী ফাঁকায় প্লেসিং করে দেন। ১০ মিনিট পর ছেত্রীর শট ক্রসবার ছুঁয়ে সামনে পড়ার আগেই মহেশ বল জড়িয়ে দেন জালে। আর তাতে স্বাগতিকরা দারুণ খেলে শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।

এইচজেএস