ছবি: সংগৃহীত

আজও অনুশীলনে আসেননি তারিক কাজী। তখনই স্পষ্ট আগামীকালের ম্যাচে থাকছেন না এই ডিফেন্ডার। আজ বিকেলে অনুশীলন শেষে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া ও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা উভয়ই তারিক প্রসঙ্গে কথা বলেছেন। 

অধিনায়ক জামাল ভূইয়া সরাসরি তারিককে মিস করার কথা বলেছেন, 'তারিক আমাদের একজন সলিড খেলোয়াড়। তাকে আমরা মিস করব।’ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অবশ্য ট্যাকনিক্যালি উত্তর দিয়েছেন, 'আমাদের ২৩ জনের স্কোয়াড। অতিরিক্ত খেলোয়াড় এজন্যই রয়েছে। যে আসবে সেও যোগ্য এবং সেরাটাই দিবে।’ 

তপু বর্মণের সঙ্গে তারিক কাজী সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলেন। দুই সেন্ট্রাল ডিফেন্ডারের সঙ্গে গোলরক্ষক জিকোর ভালো বোঝাপড়া রয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে সেন্ট্রাল ডিফেন্সে পরিবর্তন হচ্ছে। এতে অবশ্য সমস্যা দেখছেন না গোলরক্ষক আনিসুর রহমান জিকো, 'বিশ্বনাথও সেন্ট্রাল ডিফেন্সে খেলেছে। তপু ও বিশ্বর সঙ্গেও আমার বোঝাপোড়া ভালো।'

মালদ্বীপ ম্যাচে ৮০ মিনিটে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তারিক কাজী। এরপর দুই দিন অনুশীলনে আসতে পারেননি ফিনল্যান্ড প্রবাসী এই ফুটবলার। 

এজেড/এইচজেএস