আগামী ১৩ ও ১৬ জুলাই নেপালের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। দুই ম্যাচের জন্য ভারত ও ভূটান থেকে দু’জন করে রেফারি আসছেন দেশে।

এর আগে ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক দেশের রেফারিরাই ম্যাচ পরিচালনা করতেন। সাম্প্রতিক সময়ে ফিফা এই নিয়মে পরিবর্তন এনেছে। প্রীতি ম্যাচও নিরপেক্ষ রেফারি দিয়ে পরিচালনা করতে হবে। স্বাগতিক দল পার্শ্ববর্তী দেশ থেকেই রেফারি আমন্ত্রণ জানায়।

জামাল ভূইয়ারা নিজেদের মাটিতে হরহামেশাই প্রীতি ম্যাচ খেললেও সাবিনারা খেলেন কদাচিৎ। গত জুনে মালয়েশিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলেছিলেন সাবিনারা। সেই ম্যাচে জয়া চাকমা, সালমা, জুনায়েদ শরীফরা রেফারিং করেছিলেন। 

প্রায় এক বছর পর আবার প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছেন সাবিনারা। এবার সাবিনাদের ম্যাচে বাশি বাজাবেন বিদেশি রেফারি। দেশের মাটিতে সাবিনাদের ফিফা প্রীতি ম্যাচে বিদেশি রেফারির ঘটনা প্রথম ঘটতে যাচ্ছে। ভারত ও ভূটান থেকে যথাক্রমে একজন রেফারি, একজন সহকারি রেফারি ১১ জুলাই ঢাকায় এসে পৌছানোর কথা। চার জনই নারী রেফারি।

আসন্ন দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য আজ দুপুরে সাংগঠনিক কমিটির এক সভা ছিল। সভা শেষে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন,‘ ম্যাচ আয়োজনের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। আমরা প্রস্তুত রয়েছি ম্যাচ আয়োজনের জন্য।’

১৩ ও ১৬ জুলাই বিকেল সাড়ে পাচটায় কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে সরাসরি সম্প্রচার নিয়ে ফেডারেশন চেষ্টা করছে।

এজেড/এএইচএস