ইউরোপিয়ান ক্লাব মৌসুম এখনো পুরোদমে শুরু হয়নি। চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের খেলা নিয়ে ব্যস্ত অনেক ক্লাবই। তবে এরই মাঝে দেখা গেল অন্যরকম এক চিত্র। ইসরায়েলের ক্লাব ম্যাকাইবি হাইফার ম্যাচে শোনা গেল ফিলিস্তিনের স্লোগান। এ নিয়ে গ্যালারিতে দেখা দেয় তুমুল উত্তেজনা। খেলা বন্ধ ছিল প্রায় আধঘন্টা। 

ঘটনাটি ঘটে মাল্টার এমএফএ সেন্টেনারি স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন্স লিগ বাছাইপর্বের প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইসরায়েলের ম্যাকাইবি হাইফা এবং স্বাগতিক হামারতুন স্পার্টান ক্লাব। 

ঘটনার সূত্রপাত ঘটে ইসরায়েলি ক্লাবের ফ্যানদের পক্ষ থেকে। ম্যাচের একেবারে শুরুর দিকেই মাঠে ফ্লেয়ার ছুঁড়ে দেন এক সফরকারী সমর্থক। এমন ঘটনার পর বসে থাকেননি মাল্টার দর্শকরা। ম্যাকাইবি হাইফার সমর্থকদের উদ্দেশে ইট-পাটকেল ছুঁড়ে মারতে শুরু করেন তারা। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা।  

বড় গোলযোগ শুরু হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধেই ২-০ গোলের লিড পেয়েছিল ম্যাকাইবি হাইফা। হামারতুন সমর্থকদের ভালো লাগেনি। বিরতির পর ম্যাচ শুরু হতেই ফিলিস্তিনের নাম ধরে স্লোগান দিতে শুরু করেন স্বাগতিক সমর্থকরা। মূলত রাজনৈতিক প্রতিপক্ষের নাম নিয়ে ইসরায়েলি খেলোয়াড়দের মনোযোগে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছিলেন তারা। 

এরপরই আর নিয়ন্ত্রণ করা যায়নি কোনো পক্ষকে। স্টেডিয়ামেই মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। সংঘর্ষের জেরে, ৫৫ মিনিটে ম্যাচ বন্ধ করে দিতে বাধ্য হন রেফারি। খানিক বিরতি দিয়ে যখন খেলা গড়িয়েছে ততক্ষণে পার হয়েছে আরও আধঘন্টা। 

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই ঘটনায় ম্যাকাবির পাঁচ সমর্থককে আটক করেছে মাল্টার পুলিশ। এছাড়া আরও দুজনের বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়েছে।

তবে, এতসব করেও নিজ দলকে জেতাতে পারেননি হামারতুন স্পার্টান সমর্থকরা। প্রথমার্ধের দুই গোলের পর আরও দুই গোল হজম করতে হয়েছে তাদের। ম্যাচটা ম্যাকাইবি হাইফা জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে। আগামী ১৮ তারিখ ইসরায়েলের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই পক্ষ।  

এদিকে উয়েফা এখন পর্যন্ত এই ম্যাচ নিয়ে কোনো মন্তব্য করেনি। ম্যাচ অফিসিয়ালের পক্ষ থেকে বিস্তারিত বিবরণ পাবার পরেই এ ব্যাপারে ব্যবস্থা নেবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 

জেএ