ছবি: সংগৃহীত

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন। সম্মেলনের এক পর্যায়ে বাংলাদেশ দলের কোচ মাহবুবুর রহমান লিটু কান্না করলেন৷ সেই কান্না অবশ্য ম্যাচ ড্র বা অন্য কিছুর জন্য নয় তার দীর্ঘদিনের বন্ধু ও নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের জন্য।

বাংলাদেশ-নেপাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে ছোটন প্রসঙ্গ। দীর্ঘদিন ছোটনের সহকারী হয়ে কাজ করা লিটু কান্নাজড়িত কন্ঠে বলেন, '২০০৯ সাল থেকে ছোটনের সঙ্গে আমি। গতাকল ও আজ ছোটনকে ফোনও দিয়েছিলাম স্মরণ করে।' ছোটন অবশ্য লিটুর ফোনে সাড়া দেননি। 

বাংলাদেশ নেপালকে হারিয়ে সাফে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই নেপালকে নিজের মাটিতে ১-১ গোলে ড্র হলেও তৃপ্ত লিটু, 'বাংলাদেশ দল এখন সংকটময় মুহূর্তে যাচ্ছে। সেই সময় এই ফলাফলকে ভালোই বলা যায়। মেয়েরা নানা প্রতিবন্ধকতার মধ্যেও ভালো পারফরম্যান্স করেছে।'

বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন বৃটিশ ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি। তিনি নিজেও নেই আবার ফিটনেস কোচ ইভান রাজলভকেও দেননি। এই বিষয়টিও উথাপন করেছেন লিটু, 'ছোটন তো আনুষ্ঠানিকভাবে নেই। পল দুই মাস ধরে নেই আবার ইভানকেও দেয়নি। আমি পেশাদার হিসেবে এই মুহূর্তে দায়িত্ব নিয়েছি ও পালন করছি।'

এজেড/এইচজেএস