মাসখানেক আগে ইউরোপীয় ক্লাব ফুটবল অধ্যায়ে ইতি টেনে ইন্টার মায়ামিতে যোগদানের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। সম্প্রতি সেই ঘোষণা আনুষ্ঠানিকতায় রূপ নিলো। আমেরিকান মেজর লিগ (এমএলএস) ক্লাবটির সঙ্গে বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়কের তিন বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। এরপর আজ ভোরে ড্রাইভ পিংক স্টেডিয়ামে এক জমকালো আয়োজনে মেসিকে বরণ করে নিয়েছে মায়ামি সমর্থকরা।

মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠান ‘দ্য আনভেইল’ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। কিন্তু ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের কারণে দুই ঘণ্টা পরে শুরু হয় অনুষ্ঠান। ফ্লোরিডার পোর্ট লডারডেলে ২০ হাজার আসনের ডিআরভি পিএনকে স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। 

ইন্টার মায়ামির মেসিকে বরণ করে নেওয়ার মুহূর্তগুলো দেখে নেওয়া যাক ছবিতে-

ড্রাইভ পিংক স্টেডিয়ামে জমকালো আয়োজনে মেসি বরণ
সমর্থকদের সামনে হাজির মেসি।

 

এই জার্সিতেই মাঠ মাতাবেন আর্জেন্টাইন মহাতারকা।
মেসি বরণ অনুষ্ঠানে ছিলেন পরিবারের সদস্যরাও।
জমকালো আয়োজনে মাতিয়েছেন বিশ্বখ্যাত তারকারাও।
মায়ামিজুড়ে মেসির জার্সির চাহিদা তুঙ্গে।
মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহামের স্বপ্নপূরণ করেছেন মেসি।