দলবদলের মৌসুমে ক্লাবগুলোর কাছে ভয়ের কারণ হয়ে উঠছে সৌদি আরব। বড় অঙ্কের অর্থের বিনিময়ে তারকা খেলোয়াড়দের নিজেদের লিগে ভেড়াচ্ছে ক্লাবগুলো। শুরুতে অপেক্ষাকৃত বেশি বয়সের খেলোয়াড়ের দিকে নজর দিলেও এবার অন্যান্য খেলোয়াড় দলে টানায় আগ্রহ দেখাচ্ছে তারা। 

খেলোয়াড়দের এই সৌদিমুখী স্রোতে নতুন সংযোজন লিভারপুলের জর্ডান হেন্ডারসন এবং ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজ। দুজনেই নিজ নিজ ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। হেন্ডারসন লিভারপুলের অধিনায়কও বটে। তবে এবার ক্লাবের সাথে সম্পর্ক শেষ করছেন দুজনেই। 

কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন ছিল সৌদি আরবে যাচ্ছেন হেন্ডারসন। জার্মানিতে লিভারপুলের প্রাক মৌসুমের ম্যাচেও দেখা যায়নি তাকে। এরপরেই অনেকটা নিশ্চিত হয় তার সৌদি যাত্রা। শেষ পর্যন্ত জানা গিয়েছে, সৌদি আরবের প্রো লিগের দল আল ইত্তিফাকে যোগ দিতে যাচ্ছেন লিভারপুল অধিনায়ক। 

ইংলিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ১২ মিলিয়ন পাউন্ডে হেন্ডারসনকে ছাড়তে রাজি হয়েছে লিভারপুল। ‘অ্যাড-অনস’ শর্ত মিলিয়ে দামটা আরেকটু বাড়বে। গত সপ্তাহেই এই ক্লাবের সাথে মৌখিক চুক্তি করে রেখেছিলেন ৩৩ বছর বয়সী হেন্ডারসন। মূলত সাবেক লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ডের কারণেই এই দলে যাচ্ছেন তিনি। জেরার্ডের কাছ থেকেই অলরেডদের অধিনায়কের আর্মব্যান্ড বুঝে পেয়েছিলেন। এবার সেই জেরার্ডেরই শিষ্য হতে যাচ্ছেন হেন্ডারসন। 

লিভারপুল অধিনায়কের মতই সৌদি প্রো লিগে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ। ৩ কোটি পাউন্ডে তাকে দলে ভেড়াচ্ছে আল আহলি।  

ম্যানচেস্টারের ক্লাবটিতে মাহরেজের চুক্তির আরও দুই বছর বাকি। ২০১৮ সালে লেস্টার সিটি থেকে মাহরেজকে ৬০ মিলিয়ন পাউন্ডে তাকে দলে নেয় সিটিজেন্সরা। গত মৌসুমে সিটির ‘ট্রেবল’ জয়ে ৪৭ ম্যাচে ১৫ গোল করে বড় অবদান রেখেছিলেন মাহরেজ। তবে, শেষ পর্যন্ত তাকেও ছেড়ে দিচ্ছে সিটি। আল আহলিতেই নতুন মৌসুম শুরু করবেন তিনি। ক্লাবটিতে সতীর্থ হিসেবে পাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোকে।

এই মৌসুমে সৌদি আরবের ক্লাবে নাম লেখানো তারকাদের সবশেষ সংযোজন এই দুজন। এর আগে, করিম বেনজেমা, এনগোলো কান্তে, রবার্তো ফিরমিনো, রুবেন নেভেসের মতো তারকারাও নাম লিখিয়েছেন সৌদি লিগের বিভিন্ন ক্লাবে। 

জেএ