বান্ধবীসহ পিএসজি গোলরক্ষককে বেঁধে রেখে বাসা লুট
সর্বশেষ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পর ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাকে পিএসজিতে নিয়ে আসা হয়। এরপর ভালো-মন্দের মিশেলে তার সময়টা কেটেছে। তবে নতুন কোচ লুইস এনরিকে পিএসজির ডাগআউটে যোগ দিতেই তাকে বাদ দেওয়া নিয়ে শুরু হয় আলোচনা। তেমনই পরিস্থিতিতে এবার অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার মুখোমুখি হয়েছেন দোন্নারুমা ও তার বান্ধবী। দুজনকে বেঁধে রেখে তাদের প্যারিসের বাসায় লুট হওয়ার ঘটনা ঘটেছে।
ফরাসি গণমাধ্যম জানিয়েছে, ‘কয়েকজন দুষ্কৃতকারী’ বৃহস্পতিবার ভোররাতে দোন্নারুমার বাড়িতে হামলা করে। ওই সময় পিএসজি গোলরক্ষক ও তার প্রেমিকাকে বেঁধে রেখে তারা প্রায় পাঁচ লাখ পাউন্ড নিয়ে গেছে।
বিজ্ঞাপন
— ESPN FC (@ESPNFC) July 21, 2023
পরবর্তীতে বান্ধবীকে নিয়ে দোন্নারুমা কোনোরকম পালিয়ে কাছাকাছি একটি হোটেলে ওঠেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। পরে ওই হোটেলের কর্মীদের সহায়তায় তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। এ নিয়ে তদন্ত শুরু করেছে ফ্রান্সের স্পেশাল বিআরবি পুলিশ।
আরেক সংবাদমাধ্যম আকটু১৭- এর বরাত দিয়ে গোল ডটকম বলছে, পাঁচ হাজার পাউন্ড মূল্যের সম্পদ নিয়ে গেছে ডাকাতরা। ওই সময় তারা দোন্নারুমা ও তার বান্ধবীকে একপাশে বেঁধে রাখে। পরবর্তীতে রাত ৩.২০ মিনিটে (ফ্রান্সের সময় অনুযায়ী) তারা ওই বাসা থেকে পালিয়ে বিলাসবহুল একটি হোটেলে আশ্রয় নেন।
বিজ্ঞাপন
— Football Tweet (@Football__Tweet) July 21, 2023
ইতালিয়ান ক্লাব এসি মিলান থেকে ২০২১ সালে পার্ক দ্য প্রিন্সেসের ক্লাবটিতে যোগ দেন দোন্নারুমা। এর আগের বছরেই দেশের হয়ে তারা ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। যেখানে অনন্য ভূমিকা ছিল এই গোলরক্ষকের। এখন পর্যন্ত পিএসজির হয়ে ৭২ ম্যাচে খেলেছেন তিনি। যেখানে পিএসজির হয়ে দোন্নারুমা দুটি লিগ ওয়ানের শিরোপা জিতেন। তবে পরবর্তী মৌসুমের আগেই তার ক্লাবটি ছেড়ে যাওয়ার জোর গুঞ্জন রয়েছে।
এএইচএস