ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরে মহাব্যস্ত ফুটবল সূচি। তাই আশুরায় সরকারি ছুটির দিনও বাফুফে ভবনে বৈঠক। জাতীয় দল কমিটির বৈঠকে বিশ্বকাপ বাছাই, এশিয়ান গেমস, এএফসি অ-২৩ সব কিছুই আলোচনা-পর্যালোচনা হয়েছে। 

সভা শেষে কমিটির চেয়ারম্যান ও অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, 'সেপ্টেম্বর উইন্ডোতে আমরা প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত করার পথে। আফগানিস্তান, মিয়ানমার ও নেপালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’ বাফুফের পরিকল্পনা ৪-১২ সেপ্টেম্বর এই উইন্ডোতে দু’টি হোম ম্যাচ খেলার। তবে ভিন্ন প্রস্তাবও রয়েছে, 'আমাদের চেষ্টা রয়েছে ম্যাচগুলো হোমেই খেলার কিন্তু যাদের সঙ্গে আলোচনা চলছে তারাও আমাদের খেলতে যাওয়ার আমন্ত্রণ দিয়েছে। কয়েকদিনের মধ্যেই এগুলো চূড়ান্ত হবে।’ 

সেপ্টেম্বর উইন্ডোতে দু’টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। সেই দু’টি ম্যাচ একই দলের বিপক্ষে না ভিন্ন দুই দলের বিপক্ষে একটি করে সেটি এখনো ভাবছে, 'আমরা দুই দলের বিপক্ষে দু’টি আবার এক দলের বিপক্ষেও দু’টি ম্যাচ খেলতে পারি’, বলেন নাবিল।

জাতীয় দলের সেপ্টেম্বর উইন্ডোর জন্য ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু হবে। এর আগে চলবে অ-২৩ দলের ক্যাম্প। একই সময় দু’টি টুর্নামেন্ট হওয়ায় খেলোয়াড় তালিকা নিয়ে কোচরা এখনো কাজ করছেন। জটিলতা কাটেনি এশিয়ান গেমস নিয়েও। আবাহনী ও বসুন্ধরা কিংসের ফুটবলারদের বাদ দিয়েই ২২ জনের স্কোয়াড চূড়ান্ত হয়েছে। সেই ২২ জনের অনেকে আবার আবাহনী ও কিংসে চুক্তিবদ্ধ হচ্ছে বলে জানা গেছে। এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে হলে ১৮ জন ফুটবলার প্রয়োজন। 

এজেড/এইচজেএস