রানার্স-আপ ট্রফি নিয়ে দেশে ফিরলেন জামালরা
দেশে ফিরে বাংলাদেশ ফুটবল দল/ঢাকা পোস্ট
নেপালে শেষটা ভালো হয়নি বাংলাদেশ ফুটবল দলের। তিন জাতি টুর্নামেন্টের ফাইনালে ২-১ ব্যবধানে হারায় রানার্স আপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কোচ জেমি ডে'র দলকে। সেই রানার্স আপ ট্রফি নিয়েই আজ বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ারা।
গত ২৯ মার্চ ম্যাচ ফাইনাল শেষ হওয়ার পর একদিন হোটেলেই কাটিয়েছেন ফুটবলাররা। ফাইনালের দিন দুপুরে বাফুফে কর্মকর্তারা দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু সেদিন ফ্লাইট জটিলতায় ফেরা আর হয়নি কাজী সালাউদ্দীনদের। শঙ্কা ছিল ফুটবলারদের ক্ষেত্রেও তেমন কিছুর। তবে শেষমেশ নির্ধারিত সময়েই নেপাল ছাড়তে সক্ষম হন ফুটবলাররা। বৃহস্পতিবার দুপুর দেড়টায় নেপাল ছাড়েন তারা। বাংলাদেশে এসে পৌঁছান দুপুর সাড়ে তিনটায়।
বিজ্ঞাপন
কোচ জেমি ডেও ফিরেছেন দলের সঙ্গে। প্রিমিয়ার লিগের বিরতি চলছে বলে ছুটিতে যাওয়ার কথা তার। আগামী ৪ এপ্রিল ঢাকা থেকে লন্ডন যাত্রার টিকিট কাটা আছে তার।
এজেড/এনইউ/এটি
বিজ্ঞাপন