দুই দিন আগে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান পালন করেছে মোহনবাগান ডে। মোহনবাগানের এই দিবসটি এবার ছিল বাড়তি আকর্ষণের। মোহনবাগানের কিংবদন্তি সুব্রত ভট্টাচার্য্য’র (বাবলু) গ্রন্থ উন্মোচন হয়েছে এই দিবসে। আজ (মঙ্গলবার) ভারতের কলকাতায় উদযাপিত হচ্ছে ইস্ট বেঙ্গলের ১০৪ তম জন্মবার্ষিকী। এবারের জন্ম দিবসে ইস্ট বেঙ্গলের হয়ে খেলা বাংলাদেশের চার ফুটবলার, এক সংগঠক এবং শিল্পিকে আত্মজন সম্মাননা জানাচ্ছে

বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার শেখ মোঃ আসলাম কলকাতায় ইস্ট বেঙ্গলের সম্মাননা অনুষ্ঠান থেকে বলেন, ‘আমাদের দেশেও এমন দিবস উদযাপনের অনেক উপলক্ষ্যই রয়েছে। নেই সদিচ্ছা এবং কার্যকরী উদ্যোগ। তাহলে আমাদের একটি বিশেষ সংস্কৃতিও গড়ে উঠত।’

ভারতের দুই ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্লাব প্রতি বছরেই ঘটা করে এই দিবসটি উদযাপন করে। বাংলাদেশে অবশ্য এই সংস্কৃতি গড়ে উঠেনি। দেশের অন্যতম দুই জনপ্রিয় ক্লাব আবাহনী এবং মোহামেডানে এমন কোনো দিবস নেই। ইস্ট বেঙ্গল-মোহনবাগানের মতো বাংলাদেশেও রয়েছে শতবর্ষী দুই ক্লাব ভিক্টোরিয়া এবং ওয়ারী। সেই দুই ক্লাবেরও এ রকম দিবস উদযাপনের কোনো কীর্তি নেই। 

১৯৭২ সালে আবাহনী ক্রীড়াঙ্গনে আত্মপ্রকাশ করে। প্রথম দলের ফুটবল অধিনায়ক আব্দুস সাদেক ক্লাবের নিজস্ব দিবস উদযাপন সম্পর্কে বলেন,‌ 'বাংলাদেশের কোনো ক্লাবের কোনো দিবস রয়েছে বলে জানা নেই। তবে এ রকম হলে অবশ্যই ভালো। একটি মিলনমেলা হতে পারে।’

আরও পড়ুন: আবাহনী-মোহামেডানের এত ট্রফি গেল কই?

ভারতের দুই ঐতিহ্যবাহী ক্লাব দু'টি ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দু'টি দিবস উদযাপন করে। সিনিয়র সাংবাদিক মুনাল চট্টপাধ্যায় কলকাতা থেকে বলেন,‌ ‘মোহনবাগান ১৯১১ সালে আইএফএ শিল্ডে ফাইনাল জিতেছিল ২৯ জুলাই। তারা সে দিনটি উদযাপন করে। আর ইস্ট বেঙ্গল ১ আগস্ট প্রতিষ্ঠা হয়েছিল। সেদিনকে তারা ইস্ট বেঙ্গল ডে হিসেবে গণ্য করে।’

ইস্ট বেঙ্গলের হয়ে খেলা বাংলাদেশের চার ফুটবলার, এক সংগঠক এবং শিল্পিকে আত্মজন সম্মাননা জানাচ্ছে।

এই দিবস অনেক আগে থেকে ধার্য হলেও গত কয়েক যুগ ধরে মূলত বড় আকারে উদযাপন হয়ে আসছে। ঢাকা আবাহনী ও মোহামেডানের জন্মসাল থাকলেও সুনির্দিষ্ট জন্মদিন অনেকটাই অজ্ঞাত। 

ঢাকা মোহামডোনের বর্তমান পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্সের সঙ্গে ভারতের দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের সঙ্গে সুসম্পর্ক। তার বাবা প্রয়াত সিরাজুল ইসলাম চৌধুরী কলকাতা মোহামেডানের কর্মকর্তাও ছিলেন। প্রিন্স নিজেও কয়েকবার ইস্ট বেঙ্গল-মোহনবাগানে আমন্ত্রিত অতিথি হিসেবে নানা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অথচ তার নিজ ক্লাবে মোহামেডানে নেই এমন কোনো উদযাপন। খানিকটা হতাশ কন্ঠে বলেন, ‘মোহামেডান দেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্লাব। এই ক্লাবের এ রকম অনেক কিছুই করা সম্ভব এবং সামর্থ্য রাখে। নানা কারণে আসলে সেগুলো হয় না। চেষ্টা করব সামনে এ রকম কিছু করা যায় কি না।’

আবাহনী ক্লাব সম্প্রতি তাদের জন্মের ৫০ বছর পার করেছে। অর্ধ শতাব্দী উপলক্ষ্যে এই ক্লাবের তেমন আয়োজন ছিল না। যদিও করোনা একটা প্রতিবন্ধকতা ছিল। অন্যদিকে ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত মোহামেডানও পালন করেনি তাদের ৭৫ বছর পূর্তির বিশেষ ক্ষণও (লিমিটেডে রুপান্তরিত হওয়ার সময় একটি বড় মিলনমেলা করেছিল)।

যদিও দেশের আরেক প্রাচীন ক্লাব ওয়ারী ২০০০ সালের দিকে শতবর্ষ উদযাপন করেছিল। ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত ওয়ারী ক্লাব দুই দশক আগে শতবর্ষ উদযাপন করলেও ক্লাবের সুনির্দিষ্ট কোনো দিবস নেই। ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক মহিদুর রহমান মিরাজ জানালেন তারা ভাবনায় রয়েছে বিষয়টি, ‘বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ক্লাব ওয়ারী। আমাদের অবশ্যই একটি দিবস পালন করা উচিত। খুব শীঘ্রই আমরা সামনে একটি মিটিং করে ওয়ারীর দিবস ঠিক করার চেষ্টা করব। সেই দিবসটি খেলোয়াড়, কর্মকর্তা, সকলকে নিয়ে উদযাপন করা হবে।’

গত চার বছরে ঘরোয়া ফুটবলের রেকর্ড ওলট-পালট করেছে বসুন্ধরা কিংস। খুব স্বল্প দিন ক্রীড়াঙ্গনের শীর্ষ স্তরে পথচলা শুরু করলেও ক্লাবটি ইতোমধ্যে অনেক ঐতিহাসিক কীর্তি গড়েছে। প্রথম ক্লাব হিসেবে নিজস্ব স্টেডিয়াম নির্মাণ করেছে এই ক্লাবটি। অনেক কিছুতে নতুনত্ব আনা ক্লাবটি অবশ্য কিংস ডে উদযাপনের মতো উপলক্ষ্যও পেয়েছে সম্প্রতি। ঢাকার ফুটবলে টানা চার শিরোপার রেকর্ড নেই। সেই দিনটিকে কিংস ডে হিসেবে গণ্য হতেই পারে। যদিও ক্লাবটির পক্ষ থেকে এমন কোনো ভাবনা বা পরিকল্পনা জানা যায়নি।

এজেড/এফআই