ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ফুটবলারদের মান-যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে হরহামেশাই। অথচ আশি-নব্বই দশকের ফুটবলাররা দেশের গন্ডি পেরিয়ে উপমহাদেশেও ছিলেন জনপ্রিয়। প্রয়াত মোনেম মুন্না, শেখ আসলামরা ভারতের ইস্ট বেঙ্গলের হয়ে মাঠ কাপিয়েছেন। ক্লাবটির ১০৪ তম জন্মবার্ষিকীতে বাংলাদেশের চার ফুটবলার, এক সংগঠক এবং শিল্পিকে সম্মাননা দিয়েছে ইস্ট বেঙ্গল।

আজ দিনব্যাপী ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল। সকালে ক্লাব প্রাঙ্গনে পতাকা উত্তোলন, কেক কাটাসহ নানা কর্মসূচিতে বাংলাদেশ থেকে আমন্ত্রিত ব্যক্তিবর্গের ছিল বিশেষ উপস্থিতি। নানা অনুষ্ঠানের এক পর্বে বাংলাদেশের চার ফুটবলার শেখ আসলাম, মোনেম মুন্না, গোলাম গাউস ও রিজভি করিম রুমিকে আত্নজন সম্মাননা প্রদান করা হয়। ক্লাবের উত্তরীয় পড়িয়ে একটি বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। প্রয়াত মোনেম মুন্নার সম্মাননা গ্রহণ করেন স্ত্রী এবং ছেলে। রিজভি করিম রুমি কানাডায় বসবাস করায় তিনি অনুষ্ঠানে আসতে পারেননি। 

চার ফুটবলারের পাশাপাশি আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদকেও আত্নজন সম্মাননা প্রদান করে ইস্ট বেঙ্গল। ক্রীড়াবিদ, সংগঠক ছাড়াও বাংলাদেশের প্রখ্যাত শিল্পি মেহরীনও এই সম্মাননা গ্রহণ করেছেন। কয়েক মাস আগে শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান, বসুন্ধরা কিংসের সভাপতিকেও বিশেষ সংবর্ধনা দিয়েছিল ইস্ট বেঙ্গল।

এজেড/এইচজেএস