আগের মৌসুমে লম্বা সময় ধরে টেবিলের শীর্ষে ছিল লন্ডনের ক্লাব আর্সেনাল। আড়াইশ দিনের বেশি সময় টেবিলের শীর্ষে থেকেও শেষ পর্যন্ত হোঁচট খেতে হয়েছে গানার্সদের। মৌসুমের শেষভাগে তাদের এমন বাজে ফর্মের সুযোগ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। অবশ্য শুধু প্রিমিয়ার লিগ না, একইসঙ্গে এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবলের বৃত্তপূরণ করেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। 

নতুন মৌসুমের শুরুতেই আরও একটি শিরোপা জেতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ম্যান সিটি। কমিউনিটি শিল্ডের ম্যাচে তাদের প্রতিপক্ষ সেই আর্সেনাল। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। 

আরও পড়ুন: হলান্ডকে নিয়ে প্রতিপক্ষকে সতর্ক করলেন গার্দিওলা

সাধারণত প্রিমিয়ার লিগ জয়ী আর এফএ কাপ বিজয়ীদের মাঝেই অনুষ্ঠিত হয় এফএ কমিউনিটি শিল্ডের ফাইনাল। তবে গত মৌসুমে দুটি শিরোপাই একই দলের কাছে থাকায় প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল সুযোগ পাচ্ছে কমিউনিটি শিল্ড ফাইনাল খেলার। 

মৌসুম শুরুর প্রথম এই ম্যাচে দুই দলেই বেশ কিছু নতুন মুখকে দেখা যেতে পারে। আজকের এই ম্যাচ দিয়েই আর্সেনালের হয় প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হতে পারে ডেক্লান রাইসের। দলবদলের বাজারে রেকর্ড গড়েই এই ইংলিশ ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে গানার্সরা। 

একইদিনে অভিষেক হতে পারে আয়াক্স থেকে আসা জুরিয়েন টিম্বার এবং চেলসি থেকে আসা কাই হাভার্টজের। দুজনকেই এই মৌসুমে দলে টেনেছে আর্সেনাল। 

আরও পড়ুন: বিশ্বের ‘সবচেয়ে দামি’ ডিফেন্ডার এখন ম্যানসিটিতে

আর্সেনালে বড়সড় বেশ কিছু তারকা এলেও ম্যানসিটির স্কোয়াডে ছেড়ে যাওয়া তারকার সংখ্যাই বেশি। বিশেষ করে ট্রেবল জেতার অন্যতম বড় দুই কারিগর ইকাই গুন্দোয়ান ও রিয়াদ মাহরেজ দল ছেড়ে গিয়েছেন। গুঞ্জন আছে হোয়াও ক্যানসেলো, বার্নান্দো সিলভাকে নিয়েও। 

অবশ্য নতুন করে চেলসি থেকে মিডফিল্ডার মাতেও কোভাচিচ যোগ দিয়েছেন সিটিজেন্স শিবিরে। তাকে আজকের ম্যাচে দেখা যেতে পারে। এছাড়া, ক্রোয়েট ডিফেন্ডার জোসকো গার্ডিওলও সিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি সম্পন্ন করেছেন। অবশ্য গানার্সদের বিপক্ষে তাকে মাঠে না নামানোর সম্ভাবনাই বেশি। 

জেএ