পিএসজিতে যাবেন তো ডেম্বেলে?
এ যেন ‘শেষ হইয়াও হইলো না শেষ’। বার্সেলোনা থেকে ওসমান ডেম্বেলের পিএসজি যাত্রাটাকে এখন এমন বর্ণনা দেওয়াই যায়। সবরকমের চুক্তি হয়ে গেলেও ফ্রেঞ্চ এই তারকাকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণাই দিতে পারছেনা ফ্রান্সের ক্লাবটি। অথচ তার স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনক্ষণও ঠিক করে ফেলেছিল পিএসজি।
একাধিক স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, পিএসজি এখনো চুক্তি সম্পাদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বুঝে পায়নি বলেই আটকে গেছে ডেম্বেলের পিএসজি যাত্রা। নথিপত্রসংক্রান্ত এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তার দলবদলের প্রক্রিয়া আগানোর কোন সম্ভাবনাও নেই। আর দলবদলের কার্যক্রম আটকে যাওয়ায় হয়ত বার্সেলোনার ট্রেনিং ক্যাম্পেও ফিরতে হতে পারে তাকে!
বিজ্ঞাপন
আরও পড়ুন: বার্সা তারকাকে আল-নাসরের বড় অঙ্কের প্রস্তাব
খেলোয়াড় ডেম্বেলের সাথে এখনো এক বছরের চুক্তি বাকি আছে বার্সার। তাই সব আটকে গেলেও সামনের মৌসুমটা কাতালুনিয়ায় কাটাতে সমস্যা হবার কথা নয় ডেম্বেলের। কিন্তু ফ্রেঞ্চ এই তারকা এরইমাঝে পিএসজিতে যেতে সবরকমের প্রস্তুতিই নিয়ে ফেলেছেন।
বিজ্ঞাপন
দেম্বেলের সঙ্গে বার্সার এখনো এক বছরের চুক্তি বাকি আছে। এখন সামনের দিনগুলোতে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে জোয়ান গাম্পার ট্রফি সামনে রেখে তাঁকে অনুশীলনেও দেখা যেতে পারে
— Managing Barça (@ManagingBarca) August 5, 2023
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো বলছে, অর্থনৈতিক জটিলতার কারণে ডেম্বেলের দলবদল আটকে থাকতে পারে ২১ আগস্ট পর্যন্ত। আর ফ্রেঞ্চ গণমাধ্যমের ভাষ্য, গত শনিবার এই উইঙ্গারের স্বাস্থ্যপরীক্ষার সূচি নির্ধারণ করেছিল পিএসজি। সেটাও বাতিল করেছে তারা।
শেষ পর্যন্ত অবশ্য ডেম্বেলের পিএসজি যাত্রাই অনেকটা নিশ্চিত। বার্সেলোনা কোচ জাভি নিজেই জানিয়েছেন কাতালুনিয়ায় থাকতে চান না এই ফ্রেঞ্চ তারকা।
২০১৭ সালে ব্রাজিলিয়ান তারকা নেইমারের বদলি হিসেবে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় এসেছিলেন ওসমান ডেম্বেলে। তবে প্রত্যাশার কিছুই পূরণ করা হয়নি তার। বার্সা ক্যারিয়ারের প্রায় বেশিরভাগ সময়েই তিনি কাটিয়েছেন চোটে আক্রান্ত হয়ে। ব্লু-গ্রানাদের জার্সিতে ডেম্বেলে ১৮৬ ম্যাচে করেছেন ৪০ গোল।
জেএ