আগামী ১৬ আগস্ট এএফসি কাপের প্লে-অফ ম্যাচ রয়েছে ঢাকা আবাহনীর। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্লে-অফ ম্যাচটি খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে মালদ্বীপের ক্লাব ঈগলস। 

আন্তর্জাতিক ম্যাচগুলোতে সফরকারী দলগুলোকে তিন দিন আগে পৌঁছাতে হয়। মালদ্বীপের দলটি তারচেয়ে কিছুটা আগেই চলে এসেছে। আজ (শুক্রবার) সকাল সাড়ে ১১টায় ঢাকায় নেমেছে  মালদ্বীপের দলটি। বিকেল ৪টায় তাদের সিলেটের ফ্লাইট। সিলেটে ক্রমাগত বৃষ্টি হওয়ায় অনুশীলন মাঠের সংকট রয়েছে। এজন্য ঢাকা আবাহনী সিলেট যাবে ১৪ আগস্ট। 

এএফসি কাপের প্লে অফ ম্যাচটি ছিল জাতীয় শোক দিবস ও আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের প্রয়াণ দিবস ১৫ আগস্টে। একই দিন ভারতের স্বাধীনতা দিবস হওয়ায় মোহনবাগানও খেলা পেছানোর দাবি জানায়। দুই ক্লাবের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচটি একদিন করে পিছিয়ে দেয় এএফসি। 

ঢাকা আবাহনী গতবার এএফসি কাপের প্লে-অফে মোহনবাগানের বিপক্ষে হেরেছিল। এবার মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে জিতলে আবার ভারতের মোহনবাগানের বিপক্ষে খেলতে হতে পারে। সেক্ষেত্রে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ আগস্ট। 

এজেড/এএইচএস