ঐতিহাসিক মিশনে দেশের বাইরে কিংস
বাংলাদেশের প্রথম ফুটবল ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করবে বসুন্ধরা কিংস। চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত শারজাহ’র উদ্দেশ্যে আজ (শনিবার) সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়নরা।
আগামী ১৫ আগস্ট শারজাহ এফসির সঙ্গে খেলবে কিংস। ওই ম্যাচ জিতলে পরের সপ্তাহে তাদের ইরানে গিয়ে ট্রাক্টর এফসির বিপক্ষে খেলতে হবে। এই দুই ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলবে বসুন্ধরা কিংস। এর আগেই বিদায় নিলে দলটি এএফসি কাপে অংশ নেবে।
বিজ্ঞাপন
বাংলাদেশের প্রথম কোনো ফুটবল ক্লাব এশিয়ার বড় মঞ্চে খেলার সুযোগ পাচ্ছে। পেশাদার ক্লাব বসুন্ধরা কিংস অবশ্য এ নিয়ে খুব বেশি আলোড়ন তৈরি করেনি। শারজাহ’র উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করেনি ক্লাবটি। নানা উপলক্ষে বিশেষ আয়োজন করলেও বিশেষ এই ক্ষণে অনেকটা নীরবতা নিয়েই তারা দেশ ছেড়েছে।
বিজ্ঞাপন
এজেড/এএইচএস