গতকাল রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাইয়ে বাদ পড়েছে বসুন্ধরা কিংস। আজ (বুধবার) বিকেলে সিলেটে এএফসি কাপের প্লে-অফে ঢাকা আবাহনী ২-১ গোলে মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারিয়েছে। এএফসি কাপের মূল পর্ব খেলতে হলে আবাহনীকে ২২ আগস্ট আরেকটি প্লে-অফ বাধা উৎরাতে হবে। 

আজ সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচের গতি প্রকৃতি ছিল ড্রয়ের দিকেই। অন্তিম মুহূর্তে ম্যাচটি নিজেদের করে নেয় আবাহনী। ৮৯ মিনিটে ডান প্রান্তে উজবেক মিডফিল্ডার মোজাফফরের কর্নার থেকে হেডে গোল করেন ব্রাজিলিয়ান দানিলো অগাস্টো। পুলিশের এই ফুটবলারকে এএফসি কাপে অতিথি খেলোয়াড় হিসেবে নিয়েছে আবাহনী। 

ম্যাচের প্রথমার্ধে লিড নিয়েছিল আবাহনী। গ্রানাডার স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্টের দেওয়া গোলে আকাশি-নীল দলটি বিরতিতে যায়৷ ২০ মিনিটে আবাহনী গোলের দেখা পায়। ডেভিড ওজুকুর মাপা ক্রসে গ্রানাডিয়ান স্ট্রাইকার লাফিয়ে উঠে হেডে জাল কাঁপান। ৬৪ মিনিটে ঈগলস ম্যাচে সমতায় ফেরে। মিলোভান পেট্রোভিচের ফ্রিকিকে দৌড়ে এসে ফাঁকায় চলতি বলে পা চালিয়ে দেন আহমেদ রিজোয়ান নিজেই।

সিলেট জেলা স্টেডিয়ামে কর্দমাক্ত মাঠে ম্যাচের শুরু থেকে আবাহনী আক্রমণে যায়। দলে নতুন দুই ব্রাজিলিয়ান নেই। তাদের ছাড়াই অন্য ৬ বিদেশি নিয়ে খেলছে মারিও লেমসের দল। ম্যাচের ৫ মিনিটে মুজাফররভের একটি প্রচেষ্টা গোলকিপার হাত উঁচিয়ে গোল হতে দেননি। ১৫ মিনিটে আবারও মুজাফররভের বক্সের বাইরে থেকে জোরালো শট গোলকিপার ঝঁপিয়ে পড়ে রুখে দেন।

৫৬ মিনিটে মালদ্বীপ সুযোগ পায় গোল শোধের। দলের অধিনায়ক আহমেদ রিজোয়ান। শট উড়ে যায় ক্রস বারের ওপর দিয়ে। ৭৩ মিনিটে আবাহনী ব্যবধান বাড়ানোর কাছাকাছি পোঁছে গিয়েছিল। কর্নেলিয়াস একক প্রচেষ্টায় বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে শট নিলেও গোল বঞ্চিত থাকতে হয়েছে। 

এজেড/এফআই