বাংলাদেশের ফুটবল তো বটেই, ক্রীড়াঙ্গনেরই এক বিশেষ দিন ছিল রোববার। কোনো ক্লাবের নিজস্ব স্টেডিয়ামে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ঘটনা এবারই প্রথম। স্বাধীনতার পাঁচ দশক পর এমন কীর্তি গড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস। তাদের কিংস অ্যারেনা স্টেডিয়াম বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নাম লেখাল।

বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় স্টেডিয়াম কিংস অ্যারিনা নিয়ে প্রশংসাই ঝরলো আফগানিস্তানের কোচ আব্দুল্লাহ আল মুতাইরির কণ্ঠে, ‘স্টেডিয়ামের পরিবেশ বেশ সুন্দর। এ রকম পরিবেশ আমাদের জন্য ভালো।’ আর বাংলাদেশ ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও কিংস অ্যারেনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেন, ‘এখানে অনেক দর্শক এসেছে। আশা করি সবাই উপভোগ করেছে।’

আফগানিস্তানের কোচ মাঠ নিয়ে খানিকটা অনুযোগও অবশ্য করেছেন, ‘মাঠটি একটু ভারী ছিল। আমরা বাংলাদেশে এসেছি আট দিনের মতো। গতকাল রাতে ও আজ সকালে বৃষ্টি পড়েছিল। এতেই মাঠ ভারী হয়েছে। এটা কোনো অজুহাত নয়, এরকম পরিবেশে অবশ্যই খেলতে হবে।’

বাংলাদেশের অনেক ফুটবলারের পরিবার এসেছিল কিংস অ্যারেনায়। খেলার পর বিশ্বনাথ ও সুমন রেজার সন্তান মাঠে সময় কাটায়। সাবেক অনেক ফুটবলার, ফেডারেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন গতকালের ম্যাচে।

যদিও শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল দিয়ে দর্শকদের মন জয় করা হয়নি ফুটবলারদের। গোল মিসের মহড়াই যেন করছিলেন বাংলাদেশের ফুটবলাররা। একাধিক মিসের পর ম্যাচটা তারা শেষ করেছে গোলশুন্য সমতায়। কিংস অ্যারেনার অভিষেকটা তাই খানিকটা রঙই হারিয়েছে।  

এজেড/জেএ