আফগানিস্তানের ‘কৌশলী’ বয়কট!
ফাইল ছবি
ম্যাচ শেষের মিনিট পনেরো পরই মূলত সংবাদ সম্মেলন শুরু হয়। কিংস অ্যারেনায় ম্যাচ কাভার করতে আসা সাংবাদিকরা সংবাদ সম্মেলন কক্ষে গিয়ে অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বাফুফের মিডিয়া অফিসার এসে ঘোষণা দিলেন আফগানিস্তানের কেউ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসবেন না।
আফগানিস্তানের প্রধান কোচ কুয়েতী আব্দুল্লাহ আল মুতাইরি ম্যাচ লাল কার্ড দেখেছেন। ফিফার নিয়মানুযায়ী লাল কার্ড প্রাপ্ত কেউ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসতে পারবেন না। হেড কোচ এমন পরিস্থিতিতে পড়লে সাধারণত সহকারী কোচ বা কোচিং স্টাফদের কেউ একজন আসেন। আজ ম্যাচের পর কোচিং স্টাফ-খেলোয়াড় কেউই আসেননি।
বিজ্ঞাপন
বাংলাদেশের প্রেস কনফারেন্স শুরু হওয়ার আগে বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমী বলেন, 'আফগানিস্তানের হেড কোচ আসতে পারছেন না কার্ডের জন্য। কোচিং স্টাফের কেউ ইংরেজী জানেন না। খেলোয়াড়দের কাউকে আবার হেড কোচ আসার অনুমতি দেননি।’
আফগানিস্তানের ফুটবলারদের অনেকে ইউরোপে খেলেন। তারা মোটামুটি ভালোই ইংরেজী জানেন। আজকের ম্যাচে হেড কোচ কাউকেই অনুমতি দেয়নি মিডিয়ার সামনে আসতে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ-খেলোয়াড়ের আসা বাধ্যতামূলক। তবে ম্যাচটি প্রীতি হওয়ায় ম্যাচ কমিশনার অবশ্য আফগানিস্তানের এই সম্মেলন এড়ানোর কৌশলে সম্মতি দিয়েছেন। এই ম্যাচের কমিশনার ছিলেন বাফুফের ভারতীয় রেফারিং কনসালটেন্ট গৌতম কর।
বিজ্ঞাপন
এজেড/এইচজেএস