সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল (রোববার)। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশ শিরোপা লড়াইয়ে নামবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। 

এবারের সাফ অ-১৬ টুর্নামেন্ট ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। সেই হার থেকে বাংলাদেশ দলে ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও এই দলের কোচ সাইফুর রহমান মনি, ‘আমরা ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরুর পর সবারই মধ্যেই একটা তাড়না ছিল ফাইনাল খেলবে। তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে ট্রফি দেশে নিয়ে ফেরা।’

গ্রুপপর্বের ম্যাচে ভারত ১-০ গোলে বাংলাদেশকে হারিয়েছিল। ফাইনালে ভুলের পুনরাবৃত্তি না করার আশাবাদ বাংলাদেশ কোচের, ‘আমরা ওই ম্যাচে কিছু ভুল করেছিলাম। সে ভুলগুলো না করার চেষ্টা করব।’

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ভারতকে হারানোর জন্য দলকে উজ্জ্বীবিত করছেন এভাবে, ‘আমরা ভারতের বিপক্ষে হেরেছিলাম। এবার ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হতে চাই। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

সাফ অ-১৬ টুর্নামেন্টে একদিন পরপর ম্যাচ। এই প্রসঙ্গে কোচ বলেন, ‘এক দিন পরপর ম্যাচ খেলা কঠিন। রিকভারির সুযোগ কম থাকে। সৌভাগ্যবশত আমাদের ইনজুরির সমস্যা নেই বললেই চলে। জ্বরের জন্য সহ-অধিনায়ক আশিক খেলতে পারেনি গত ম্যাচ। আজ অনুশীলনের পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ 

২০১৫ সালে সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্ট শুরু হয়। বাংলাদেশ শুরুর আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল। সিলেটে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টটি অবশ্য ছিল অ-১৫ বয়সীদের। ২০১৮ সালেও চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তবে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দল ভারত।

এজেড/এএইচএস