কাল বাফুফে সভা, সোহাগ কাণ্ডে তদন্ত প্রকাশ হবে তো?
দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল (বুধবার) বিকেলে অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাহী সভা। সোহাগ কাণ্ডে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার দুই মাস পর এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও কালকের সভায় তদন্ত সংক্রান্ত বিষয় আলাদাভাবে আলোচ্যসূচিতে নেই।
বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের নেতৃত্বাধীন তদন্ত কমিটি বেশ কয়েকটি সভা করে গত ৩১ জুলাই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের হাতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপর থেকেই গোটা ক্রীড়াঙ্গনের আগ্রহ কি রয়েছে তদন্ত প্রতিবেদনে বা বাফুফে কি সিদ্ধান্ত নেয়।
বিজ্ঞাপন
বাফুফে সভাপতি প্রতিবেদনটি দুই মাসের বেশি সময় নিজের কাছে রাখলেও নির্বাহী সভা ডাকেননি। সভাপতির নির্দেশনাক্রমেই নির্বাহী সভার দিন ও আলোচ্যসূচি ঠিক হয়। যা সাধারণ সম্পাদক চিঠি দিয়ে কমিটির সকলকে অবহিত করেন।
তদন্ত প্রতিবেদনটি এতদিন সভায় না উঠায় ফেডারেশনের নির্বাহী কমিটির অনেক কর্মকর্তাদের মধ্যেই ক্ষোভ ছিল। এবার আলোচ্যসূচি নিয়েও ফেডারেশনের একাংশের প্রশ্ন রয়েছে। এতদিন পর সভা অথচ আলোচ্যসূচিতে নেই তদন্ত রিপোর্ট। তবে ফেডারেশনের আরেক সূত্রের খবর, আলোচ্যসূচির বিবিধ অংশে তদন্ত প্রতিবেদনের বিষয়টি আলোচিত হবে এবং সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই এটি বোর্ডে উত্থাপন করতে পারেন এবং তদন্ত প্রতিবেদন উন্মুক্তকরণও হতে পারে।
বিজ্ঞাপন
ফিফা বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে। ফিফার সুদীর্ঘ রিপোর্টে বাফুফের আরো কয়েকজন স্টাফের নাম রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনেও তাদের ব্যাপারে কিছু পর্যবেক্ষণ রয়েছে। অভিযুক্তদের মধ্যে দুই জন ইতোমধ্যে ফেডারেশন ছেড়েছেন। ইতোমধ্যে ফেডারেশন নতুন প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগ দিয়েছে। কালকের সভার পর আর্থিক বিভাগের এক স্টাফের অব্যাহতির সিদ্ধান্ত আসতে পারে বলে গুঞ্জন রয়েছে।
শোকের মাস আগস্টে ঘটা করে একাডেমির ফুটবলার নিলামে তুললেও নির্বাহী কমিটির সভা করতে পারেনি বাফুফে। সেপ্টেম্বরে নানা খেলায় ব্যস্ত থাকায় কমিটির কর্মকর্তারাও একেকজন একেক দেশে ছিলেন। ব্যস্ততা খানিকটা কমে আসায় এক সপ্তাহ আগে ৪ অক্টোবর বিকেল তিনটায় মিটিংয়ের দিন ধার্য হয়। গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে অবশ্য বাফুফের দুই শীর্ষ কর্মকর্তা আব্দুস সালাম মুর্শেদী ও কাজী নাবিল আহমেদ সশরীরে থাকতে পারবেন না। দুই জনই দেশের বাইরে অবস্থান করছেন। আরো অনেকেই সশরীরে না থাকতে পারলেও অনলাইনে যুক্ত হতে পারেন।
কালকের সভায় বাংলাদেশ প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগ নিয়ে কিছু সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি সম্প্রতি বাফুফের কাউন্সিলর সংখ্যা নিয়ে ফিফার একটি নির্দেশনা এসেছে। সেই নির্দেশনা নিয়েও আলোচনা-পর্যালোচনা হবে বোর্ড সভায়। আগামী বছর অক্টোবরে বাফুফের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখেই মূলত এই কাউন্সিলর কাটা-ছেঁড়ার পরিকল্পনা বলে ভাবনা ফুটবলসংশ্লিষ্ট অনেকের।
এজেড/এফআই