ব্রাইটনের মাঠে লিভারপুলের স্বস্তির ড্র
বিশ্বকাপ ক্রিকেটের ডামাডোলে ফুটবল যেন খানিকটা অসহায় অবস্থাতেই দিন পার করছে। ক্লাব ফুটবলের ব্যস্ততায় ঠাসা সূচি থাকলেও তা দর্শকদের নজর এড়িয়ে যাচ্ছে। তবে থেমে নেই ফুটবলের উত্তাপ। ইংলিশ প্রিমিয়ার লিগের সুপার সানডের ফিক্সচার দেখেছে রোমাঞ্চের উত্তাপ ছড়ানো এক ম্যাচ। আরও একবার ব্রাইটনের কাছে কঠিন পরীক্ষা দিতে হয়েছে লিভারপুলকে। জয় না পেলেও দিনশেষে কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন অলরেড সমর্থকরা।
গত মৌসুম থেকেই ব্রাইটনের কাছে বারবার ধরাশায়ী হতে হয়েছে লিভারপুলকে। এবারও ব্রাইটনের ঘরের মাঠে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ইউর্গেন ক্লপ শিষ্যদের। এবারেও তার ব্যতিক্রম হলো না। সি-গালদের সঙ্গে তাদের ম্যাচ শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে।
বিজ্ঞাপন
ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল লিভারপুলই। এই মৌসুমে আগে গোল হজম করা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে তাদের। এই ম্যাচেও হলো না ব্যতিক্রম। ২০ মিনিটে গোল করেন সাইমন আদিনগ্রা। তবে লিড টিকলো ৪০ মিনিট। চলতি মৌসুমে খানিকটা বিবর্ণ থাকা সালাহ এই ম্যাচে জ্বলে উঠলেন। প্রথমার্ধের শেষ ৫ মিনিটে করেছেন দুই গোল। প্রথমটা এসেছে ডারউইন নুনিয়েজের পাস থেকে। আর পরের গোলটা পেয়েছেন পেনাল্টিতে।
বিজ্ঞাপন
বিরতির পরেও ম্যাচে দুই দল খেলেছে সমানে সমান। তবে একাধিকবার লিভারপুলের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে ব্রাইটন। মুহুর্মুহু আক্রমণে লিভারপুল রক্ষণকে ব্যস্ত রাখে তারা। ৬০ মিনিটের পর থেকে অন্তত দুইবার গোল পেতে পারতো ব্রাইটন। এমনকি লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের হাতে বল লাগায় পেনাল্টিও প্রাপ্য ছিল তাদের। যদিও শেষ পর্যন্ত রেফারির চোখ এড়িয়ে জাট তা।
পেনাল্টি আবেদনে রেফারি কান না দিলেও দমানো যায়নি ব্রাইটনকে। সলি মার্চের ফ্রিকিক থেকে অধিনায়ক লুইস ডাঙ্কের গোল সমতায় ফেরায় তাদের। ম্যাচ শেষ হয়েছে ওই ২-২ ব্যবধানেই। ম্যাচ শেষে অবশ্য চওড়া হাসিই হেসেছেন লিভারপুল বস ইউর্গেন ক্লপ।
এই ড্রয়ের পর শীর্ষ চারেই রইলো অলরেডরা। ৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৭। সমান সংখ্যক ম্যাচে ব্রাইটনের পয়েন্ট ১৬। তারা আছে পয়েন্ট টেবিলের ছয়ে।
জেএ