বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপে অনুশীলন বাংলাদেশের
আগামী ১২ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে অংশ নেবে বাংলাদেশ। প্রতিপক্ষ মালদ্বীপের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে আজ (মঙ্গলবার) সকালে দেশ ছেড়েছেন জামাল ভূঁইয়ারা। দুপুরে হোটেলে পৌঁছে রাতে তারা অনুশীলনও করেছেন।
মালদ্বীপে অনুশীলন শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘আজ মূলত রিকভারি নিয়ে কাজ হয়েছে। অনুশীলনে ফান গেম ও রানিং হয়েছে— যা কালকে তাদের উজ্জীবিত করবে।’
বিজ্ঞাপন
দলের সিনিয়র ফুটবলার সোহেল রানাও বিষয়টির সঙ্গে একমত, ‘কাল অনুশীলনের আগে আজকের এই সেশনটা দরকার ছিল।’
বিজ্ঞাপন
১২ অক্টোবর ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাওয়ে ম্যাচ থেকে ন্যূনতম এক পয়েন্ট না আনতে পারলে ১৭ অক্টোবর হোম ম্যাচে বাড়তি চাপে থাকবে বাংলাদেশ। বিষয়টি নিয়ে খেলোয়াড়েরা অবগত বলে জানান কোচ মামুন, ‘আমাদের দলের প্রত্যেক খেলোয়াড় জানে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সোহেল রানা জয়ের লক্ষ্য নিয়ে-ই মাঠে নামতে চান, ‘আমরা অবশ্যই জেতার জন্য খেলব, যদিও কাজটা কঠিন। তারপরও আমরা লক্ষ্য বাস্তবায়নের শতভাগ চেষ্টা করব।’
এজেড/এএইচএস