মেসির পাশে বাংলাদেশের সাজ্জাদ
২০২৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের পরবর্তী আসর। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে এশিয়া ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব।
দুই মহাদেশের বিশ্বকাপ বাছাই যাত্রা উপলক্ষে আজ (বুধবার) ফিফা একটি ছবি পোস্ট করেছে ফেসবুক পেজে। সেই পেজে আর্জেন্টিনার লিওনেল মেসির পাশে রয়েছেন বাংলাদেশের ফুটবলার সাজ্জাদ হোসেন। আর্জেন্টিনা ও বাংলাদেশের উষ্ণ সম্পর্ক এবং মেসিদের প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমের বিষয়টি ফিফা অবগত। সেই দৃষ্টিকোণ থেকে মেসির পাশে বাংলাদেশের ফুটবলারের ছবি স্থান পেয়েছে বলে ধারণা ফুটবল-সংশ্লিষ্টদের।
বিজ্ঞাপন
Two confederations. One goal. #WeAre26 qualifying continues this week!
Posted by FIFA World Cup on Wednesday, October 11, 2023
এশিয়া ও দক্ষিণ আমেরিকা মিলিয়ে ফিফার সদস্য ৫০-এর বেশি। ফিফা ফেসবুক পেজে ১১ দেশের ১১ ফুটবলারের ছবি দিয়েছে। এর মধ্যে বাংলাদেশের ছবি স্থান পাওয়া বিশেষ ব্যাপার-ই বটে!
বিজ্ঞাপন
এজেড/এএইচএস