টাইব্রেকারে আরেকটি জয় ঢাকা পোস্টের
ওয়ালটন-ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিডিয়া কাপ ফুটবলে ঢাকা পোস্টের জয়ের ধারা অব্যাহত রয়েছে। আজ (শনিবার) দুপুরে শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ঢাকা পোস্ট টাইব্রেকারে ২-১ গোলে ইউএনবিকে পরাজিত করে। এই জয়ে ঢাকা পোস্ট প্রি-কোয়ার্টারে উঠে গেল।
নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র ছিল। ম্যাচের অধিকাংশ সময় ঢাকা পোস্ট আক্রমণ করেছে। ঢাকা পোস্ট ইউএনবি’র জালে একবার বল পাঠালেও গোল বাতিল হয়। থ্রো-ইন থেকে কোনো খেলোয়াড়ের স্পর্শ ছাড়া সরাসরি গোললাইন ক্রস করায় রেফারি গোলের স্বীকৃতি দেননি। অন্যদিকে ইউএনবি ম্যাচজুড়েই রক্ষণাত্মক মনোভাবে ছিল। দুই দলের কেউই গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়।
বিজ্ঞাপন
টুর্নামেন্টের নিয়মানুযায়ী, দুই দল টাইব্রেকারে তিনটি করে শট নেয়। ইউএনবি’র তিন শটের মধ্যে দু’টি সেভ করেন ঢাকা পোস্টের গোলরক্ষক (অতিথি খেলোয়াড়) সেরাজুল ইসলাম সিরাজ। দু’টি সেভ করার পাশাপাশি নিজে একটি গোলও করেন। টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স করায় সিরাজ ম্যাচসেরার পুরস্কার পান। আগের ম্যাচেও বাংলাদেশ টেলিভিশনের বিপক্ষে টাইব্রেকারে ঢাকা পোস্টকে জিতিয়ে ম্যাচসেরা হন তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিডিয়া কাপ ফুটবলে ৫০টি দল অংশগ্রহণ করেছে। নক-আউট পদ্ধতির এই খেলায় ঢাকা পোস্ট রাউন্ড অফ সিক্সটিনে রয়েছে। আগামীকাল ঢাকা পোস্টের প্রতিপক্ষ ইনকিলাব। আগামীকালের জয়ী দলগুলো কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টের হয়ে যারা খেলেছেন : সেরাজুল ইসলাম সিরাজ (অতিথি খেলোয়াড়), শফিকুল ইসলাম, জসীম উদ্দিন মাহির, সাঈদ রিপন, মাহফুজুল ইসলাম ও নূর মোহাম্মদ।
এজেড/এএইচএস