নানা প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংস এএফসি কাপ খেলতে ভারত রওনা হয়েছে। আজ সকাল সাড়ে সাতটায় কলকাতার উদ্দেশ্যে ঢাকা থেকে উড়াল দিয়েছে কিংস। 

আগামীকাল এএফসি কাপে ভারতের ক্লাব মোহনবাগানের বিপক্ষে ম্যাচ। কলকাতার ক্লাবটির হোম ভেন্যু যুব ভারতী হলেও পুজার জন্য কিংসের ম্যাচটি ভুবনেশ্বরে আয়োজন করছে মোহনবাগান । কলকাতা থেকে তাই আরেক বিমান ধরতে হবে কিংসকে। তবে সেখানেও ছিল জটিলতা। শেষ মুহূর্তে ভিসা পাওয়ায় কলকাতা থেকে ভুবনেশ্বরে একই ফ্লাইটে পুরো দলের টিকিট পাওয়া যায়নি। তাই দুপুর ১২ টা এবং বিকেল চারটায় দুই ফ্লাইটে ভুবনেশ্বরে পৌছাবে কিংস। সকাল পর্যন্ত এমনটাই জানা গিয়েছিল। 

একেবারে শেষ মুহূর্তে অবশ্য আরও একবার ভাগ্যকে পাশে পেয়েছে কিংস ফুটবলাররা।  অনেক ঝামেলার পর অবশেষে এক ফ্লাইটেই ভুবনেশ্বর যাচ্ছেন ফুটবলাররা। কলকাতা সময় ১২ টা ৩৫ মিনিটে ভুবনেশ্বরের উদ্দেশ্যে যাত্রা। দুপুর দুটা নাগাদ ভুবনেশ্বর পৌছাবে। অনেক চেষ্টার মাধ্যমে এক ফ্লাইটে রওনা হতে পারছে তারা। 

বসুন্ধরা কিংস গতকাল সকালে ঢাকা-কলকাতা, কলকাতা-ভুবনেশ্বর বিমান টিকিট কেটে রেখেছিল। ভিসা জটিলতায় সেই টিকিট বাতিল করতে বাধ্য হয়৷ নানা মাধ্যমে যোগাযোগ ও চেষ্টার পর গতকাল রাতে ভিসা পায়। ভিসার এই ভোগান্তিতে জন্য বসুন্ধরা কিংস মোহনবাগানকে জরিমানা এবং নিজেদের ক্ষতিপুরণ দাবি করেছে এএফসির কাছে। 

এএফসি কাপের প্লে অফ ম্যাচে মোহনবাগানের বিপক্ষে একই ভোগান্তির শিকার ছিল আবাহনী। ম্যাচের দুই দিন আগে বিকেলে ভিসা পাওয়ায় খেলার আগের দিন দুই ফ্লাইটে কলকাতায় পৌছায় আবাহনী। 

এএফসি কাপে মুল পর্বে আবাহনী মোহনবাগানের বিপক্ষে হেরে উঠতে পারেনি। বসুন্ধরা কিংস এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ হেরে সরাসরি মুল পর্বে খেলছে। ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছে। মালদ্বীপে মাজিয়ার বিপক্ষে হারলেও কিংস অ্যারেনায় ভারতের উড়িষা এফসিকে হারিয়েছে। 

এজেড/জেএ