জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। আজ থেকে তিন দিন ব্যাপী সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো। এই অবরোধের মধ্যে ঘরোয়া ফুটবল চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

পূর্ব ঘোষিত ফিকশ্চার অনুযায়ী আজ দু’টি খেলা ছিল। একটি বসুন্ধরা কিংস অ্যারেনায় আরেকটি মুন্সিগঞ্জে। অবরোধে ঢাকার বাইরে যাতায়াতে প্রতিবন্ধকতা বিবেচনায় দু’টি ম্যাচই কিংস অ্যারেনায় রাখা হয়েছে।

১ নভেম্বর টুর্নামেন্টের সূচিতে কোনো ম্যাচ নেই। ২ নভেম্বর কিংস অ্যারেনা, গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জ তিন ভেন্যুতেই খেলা ছিল। অবরোধের জন্য ফেডারেশন সেদিন শুধু কিংস অ্যারেনায় খেলা রেখেছে।

এএফসি কাপ ও জাতীয় দলের প্রস্তুতির জন্য ৩ ডিসেম্বরই স্বাধীনতা কাপের শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। অবরোধের জন্য সূচির সামঞ্জস্য করতে খেলা একদিন পিছিয়ে ৪ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। আবার ২ ডিসেম্বর থেকে পুনরায় স্বাধীনতা কাপ শুরু হওয়ার কথা। সেই সূচি একদিন এগিয়ে ১ ডিসেম্বর করা হয়েছে।

এজেড/এইচজেএস