স্বাধীনতা কাপে বাংলাদেশ সেনাবাহিনী দুর্দান্ত ফুটবল খেলছে। গ্রুপ পর্বে টানা দুই ড্র নিয়ে কোয়ার্টারের পথে রয়েছে কোচ গোলাম রব্বানী ছোটনের দলটি।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে সেনাবাহিনী ফর্টিজ এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে। ফর্টিজে রয়েছেন একাধিক বিদেশি ফুটবলার। বিপরীতে বিদেশি ফুটবলারহীন সেনাবাহিনী বরং সুন্দর ম্যাচ জেতার মতোই খেলেছে।

এখন পর্যন্ত দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে কোয়ার্টারে যাওয়ার পথে সেনাবাহিনী। গ্রুপের শেষ ম্যাচে মোহামেডান ও ফর্টিজের মধ্যে খেলায় বিজিত দল টুর্নামেন্ট থেকে বাদ পড়বে। ওই ম্যাচে ফলাফল হলেই বিজয়ী দল এবং সেনাবাহিনী সি গ্রুপ থেকে কোয়ার্টারে উঠবে। ম্যাচটি আবার ড্র হলে তিন দলের সমান দুই পয়েন্ট হবে, তখন হিসাব হবে গোল ব্যবধানের।

সি গ্রুপে সেনাবাহিনী শক্তিশালী মোহামেডানকে ২-২ গোলে রুখে দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। ঐতিহ্যবাহী মোহামেডানের বিপক্ষে দুই বারই লিড নিয়েছিল সেনাবাহিনী। আজকের ম্যাচে অবশ্য গোল পায়নি ছোটনের শিষ্যরা।

বাংলাদেশের নারী ফুটবল দলের সাফল্যের অন্যতম রূপকার গোলাম রব্বানী ছোটন। প্রায় এক দশক নারী ফুটবলারদের কোচিং করিয়েছেন। অভিমান করে চলতি বছরের মাঝামাঝিতে ফেডারেশন থেকে অব্যাহতি নেন তিনি। এরপর সেনাবাহিনীতে চুক্তিভিক্তিক কোচ হিসেবে কাজ করছেন। পুরুষ ফুটবলারদের নিয়েও দারুণ করছেন সাবিনাদের সাবেক কোচ।
 
এজেড/এএইচএস