সাম্প্রতিক সময়ে দারুণ ফুটবল খেলছে বাংলাদেশ। সেই ফুটবলের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার। 

আজ মেলবোর্নে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আশাবাদ ব্যক্ত করে বলেন, 'গেল কয়েক বছর আমরা উন্নতি করেছি, বিশেষ করে গত বছর। আশা করছি, এ ম্যাচেও আমরা নিজেদের সামর্থ্য দেখাতে পারব। নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে অস্ট্রেলিয়ার কাজটা যতটা সম্ভব কঠিন করতে চাই।'

অস্ট্রেলিয়া অত্যন্ত আক্রমণাত্নক ফুটবল খেলে। তাই বাড়তি সতর্ক কোচ হ্যাভিয়ের, 'প্রতিপক্ষ দলের ফিজিক্যাল এডভান্টেজ অবশ্যই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা চেষ্টা করব নিজেদের অর্ধে তাদের ফ্রি-কিক না দিতে, কর্নার না দিতে।'

মেলবোর্নে ম্যাচ অনুষ্ঠিত হবে রাত আটটায়। সেই সময় অত্যন্ত ঠান্ডা আবহাওয়া থাকবে। তাই আবহাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আজও, 'আমরা চার-পাঁচদিন ধরে এখানে আছি। তিনটি সেশন করেছি এ পর্যন্ত। এখন পর্যন্ত দলের সবকিছু ইতিবাচক আছে। এখানকার আবহাওয়াটাও আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।'

অস্ট্রেলিয়ার ম্যাচের অভিজ্ঞতা লেবাননে কাজে লাগানোর পরিকল্পনা কোচের। তিনি বলেন, 'আশাবাী এখান থেকে ভাল অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ফিরতে পারব; যা আমাদের পরবর্তী প্রতিপক্ষ লেবাননের বিপক্ষে কাজে লাগবে।'

একাদশে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সোহেল রানা। কার্ড সমস্যার জন্য তিনি এই ম্যাচে নেই। সোহেল সম্পর্কে হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, 'সোহেল রানা অবশ্যই দলের জন্য গুরুত্বপূর্ণ ফুটবলার ছিল। সে দলের অন্যতম শক্তিশালী ফুটবলারও, কিন্তু তার বিকল্প আমাদের হাতে রয়েছে। আমাদের হাতে একাধিক তরুণ খেলোয়াড় রয়েছে, যারা নিজেদের সামর্থ্য প্রমাণ করে দলে জায়গা করে নিতে চায়।’

এজেড/এইচজেএস