বৃষ্টিতে হোটেলবন্দি লেবানন
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় অবস্থান করছে লেবানন দল। আজ (শুক্রবার) বিকেল পৌনে ৪টায় উত্তরার পুলিশ মাঠে তাদের অনুশীলন করার কথা ছিল। তবে ভ্রমণ ক্লান্তি ও বৃষ্টির জন্য অনুশীলন করেনি মধ্যপ্রাচ্যের দেশটি। আগামীকাল (শনিবার) বিকেলে বল নিয়ে তাদের অনুশীলনে নামার কথা রয়েছে।
গতকাল রাতে ফিলিস্তিনের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের মাঠে ম্যাচ খেলে লেবানন। সেই ম্যাচ শেষে ভোররাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আজ সকাল ৮টায় তারা ঢাকায় পৌঁছায়। আগামী ২১ নভেম্বর কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও লেবানন।
বিজ্ঞাপন
লেবানন ঢাকায় আসলেও বাংলাদেশ এখনও পথে। অস্ট্রেলিয়া থেকে রওনা হয়ে বাংলাদেশ দল চীনের গুয়াংজুতে যাত্রা বিরতি দিয়েছিল। গুয়াংজু থেকে আজ রাত ১০টা নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা জামালদের। এত লম্বা ভ্রমণের পর বাংলাদেশ দল আগামীকাল অনুশীলন করবে না। ম্যাচের আগে দুই দিন অনুশীলন করানোর সুযোগ পাবেন হাভিয়ের ক্যাবরেরা।
সাফ চ্যাম্পিয়নশিপে লেবানন অতিথি দল হিসেবে খেলেছিল। বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। শেষ ১০ মিনিটে ২ গোল হজম করে ম্যাচ হারে বাংলাদেশ।
বিজ্ঞাপন
এজেড/এএইচএস