সারা দেশ জুড়েই আলোচনায় নির্বাচন। ক্রীড়াঙ্গনেও এর বাইরে নয়। অনেক ক্রীড়াবিদ-সংগঠক দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাপ করছেন। আবার অনেক সাবেক ক্রীড়াবিদ-সংগঠক দলের প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এই উপলক্ষ্যে জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ ফোরাম প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে। 

‘‌শেখ হাসিনাতেই আস্থা’- এই স্লোগানের আলোকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রীতি ফুটবল ম্যাচ, জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রীড়া র‍্যালি এবং পরবর্তীতে ক্রীড়া মহাসম্মেলন আয়োজনের প্রস্তুতিতে আজ শুক্রবার ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় অনুষ্ঠিত হয় ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় সভা। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের মহাসচিব সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। 

সভায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অন্তর্গত সবকটি জেলা ক্রীড়া সংস্থা , জেলা ফুটবল এসোসিয়েশন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় সিদ্ধান্ত হয় আগামী ৫-৭ ডিসেম্বরের মধ্যে ঢাকার বিভিন্ন নির্বাচনী আসন ছাড়াও ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইল ২, ৪, ৫, ৮ আসন, কিশোরগঞ্জ ২ ও ৩, মন্সিগঞ্জ ১, গাজীপুর ৫, নরসিংদী ৪, নারায়ণগঞ্জ ১ ও ৪, রাজবাড়ী ২ এবং ফরিদপুর ২ ও ৩ আসনে প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন হবে। এছাড়া ময়মনসিংহ বিভাগের মধ্যে ময়মনসিংহ ৪, ৬, ৯ আসন ছাড়া নেত্রকোনা ৫ আসনে একাধিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করবে সাইফ পাওয়ারটেক লিমিটেড। 

সমন্বয় সভা শেষে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের মহাসচিব তরফদার মো: রুহুল আমিন বলেন, ‘ক্রীড়াঙ্গনে আমরা যখনই কোনো সমস্যায় পড়েছি; সব সময় মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি। আমাদের ক্রীড়া ব্যক্তিত্ব থেকে শুরু করে খেলোয়াড়, সংগঠকসহ ১০০ কোটি টাকা নগদ অর্থ সহায়তা করেছেন। প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ (৪৬০টি উপজেলা)। এটা আমাদের ক্রীড়াঙ্গনের অনেক বড় সাফল্য। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরাম এবং বাংলাদেশ ক্রীড়া ফেডারেশন ফোরাম- এ তিনটি সংগঠনের মাধ্যমে প্রায় ১০০টি সংসদীয় আসনে আমরা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। টুর্নামেন্টগুলো হবে একেবারে প্রান্তিক পর্যায়ে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এটা নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে আমরা এটাকে বলতে পারি। '

সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবি সাইফ, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর রহমান মিকু, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর সহ আরো অনেকে। 

এজেড/জেএ