পরিবর্তন আসছে লিগের ফরম্যাটে!
বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের অন্যতম সহ-সভাপতি ইমরুল হাসান লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন বৃহস্পতিবার। দায়িত্ব পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই লিগ কমিটির সভা ডেকেছেন। তার সভাপতিত্বে প্রথম সভায় লিগের ফরম্যাটে খানিকটা পরিবর্তন আনার আভাস দিয়েছেন।
ফুটবল, ক্রিকেট সহ দলীয় অনেক খেলার ঘরোয়া লিগের ফিকশ্চারে বর্তমান চ্যাম্পিয়ন দল লিগের সর্বনিম্ন দলের সঙ্গে খেলে থাকে। পরবর্তী ম্যাচগুলো এভাবে নিচের সারির দলগুলো সঙ্গে খেলে শীর্ষ দলগুলো। আজকের লিগ কমিটির সভায় প্রচলিত ফিকশ্চার ফরম্যাট ভাঙার কথাই বললেন ইমরুল হাসান 'আমরা এবার লিগ ফিকশ্চার ফরম্যাটে পরিবর্তন আনব। অনলাইন সফটওয়্যারের মাধ্যমে ফিকশ্চার করা হবে। র্যানডম (দৈবচক্রে) খেলাগুলো পড়বে।’
বিজ্ঞাপন
ফরম্যাট পরিবর্তন আনার কারণ সম্পর্কে কমিটির নতুন চেয়ারম্যান বলেন, 'সাধারণত চ্যাম্পিয়ন দল তলানির দলের সঙ্গে আগে খেলে। এভাবে দেখা যায় যে, শেষের দিকে নিচের দিকের দলগুলোর পরস্পরের সঙ্গে খেলা বাকি থাকে। এতে একে অন্যকে কিছুটা প্রভাবিত করার চেষ্টা থাকে। এজন্য আমরা এবার র্যানডম ফিকশ্চার করার চিন্তা করছি।’
বিদ্যমান ফিকশ্চার পদ্ধতিতে বাংলাদেশের ক্লাবগুলো খেলে অভ্যস্ত। ফিকশ্চারে এক দিন আগে-পরের খেলা নিয়েই অনেক আপত্তি হয় প্রবল। সেখানে চিরাচরিত ফরম্যাট ভেঙে নতুন ফরম্যাটে ক্লাবগুলোর সায় রয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, ‘লিগের বাইলজ, ফিকশ্চার ফরম্যাট ফেডারেশন প্রণয়ন করে। এটা ফেডারেশনেরই এখতিয়ার। এরপরও আমরা ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করব।’
বিজ্ঞাপন
ঘরোয়া ফুটবলে সাম্প্রতিক সময়ে মাঠের দ্বৈরথ আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যে। আজকের মিটিংয়ে বাফুফের আরেক সহ-সভাপতি ও আবাহনীর ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ উপস্থিত ছিলেন না। দেশের অন্যতম শীর্ষ ক্লাব আবাহনী এই ফরম্যাট মেনে নেয় কিনা সেটাই দেখার বিষয়।
২২ ডিসেম্বর থেকে লিগ শুরু হওয়ার কথা। পূর্বনির্ধারিত সময়ই ঠিক রয়েছে। গত আসরের মতো শুক্র-শনি লিগের ম্যাচ এবং মঙ্গলবার ফেডারেশন কাপ এই ফরম্যাটই চলবে ঘরোয়া মৌসুম। চলতি মৌসুম জুনের মধ্যে শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন ইমরুল হাসান, 'আমরা জুনের মধ্যে লিগ শেষ করব। যাতে এএফসিতে যারা খেলে তাদের খেলোয়াড় নিবন্ধনে সুবিধা হয়।’ বসুন্ধরা কিংসের ১১ ডিসেম্বর এএফসি কাপের ম্যাচ রয়েছে। সেই ম্যাচে ড্র করলেই আঞ্চলিক জোনাল পর্বের সেমিফাইনাল খেলবে। কিংস এশিয়ার বড় মঞ্চে খেললেও ঘরোয়া সূচি জুনের মধ্যেই শেষ করার আশাবাদ নতুন চেয়ারম্যানের।
প্রিমিয়ার লিগের অন্যতম দুই দল মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের ভেন্যু সংকট ছিল। ব্রাদার্স ফরিদপুর এবং মোহামেডান টাঙ্গাইল ভেন্যু করতে চেয়েছিল। দুই মাঠই অপ্রস্তুত থাকায় ব্রাদার্স ইউনিয়ন রাজশাহী এবং মোহামেডান ময়মনসিংহে ভেন্যু হিসেবে নিয়েছে। ফলে প্রিমিয়ার লিগের ১০ দল পাচঁটি ভেন্যুতে খেলবে। প্রতিটি ভেন্যু দু’টি ক্লাবের হোম। প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশীপ লিগের দলবদল ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে লিগ মাঠে গড়ানোর কথা।
আগামীকাল থেকে শুরু হচ্ছে স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। আবাহনী ও শেখ জামাল উভয় দল আগামীকালের ম্যাচের ভেন্যু বদলের অনুরোধ জানিয়েছিল। সেই আবেদন আমলে নেয়ায় আগামীকাল কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচই কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে। আগের ফিকশ্চারের আবাহনীর ম্যাচটি দুপুরে থাকলেও ভেন্যু পরিবর্তন হওয়ায় এখন ফ্লাডলাইটে অনুষ্ঠিত হবে আবাহনী-জামালের। আর দুপুরে খেলবে রহমতগঞ্জ ও পুলিশ।
এজেড/এইচজেএস