সিঙ্গাপুর নারী ফুটবল দল বাংলাদেশে দুই ম্যাচের প্রীতি সিরিজ খেলছে। সিঙ্গাপুর নারী ফুটবল দলের আগমন উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হেড অফ মিশন শেদা পিলাই এক নৈশভোজের আয়োজন করেন। 

সিঙ্গাপুর ফুটবল দল হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছে। তাই সিঙ্গাপুর হাইকমিশন ঐ হোটেলেই অনুষ্ঠান আয়োজন করেছে। সাবিনারা বাফুফে ভবনে থেকেই ম্যাচ খেলছেন। এই অনুষ্ঠানের জন্য সন্ধ্যায় ফেডারেশন থেকে হোটেলে যান তারা। বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়, কোচিং স্টাফের পাশাপাশি ফেডারেশন কর্মকর্তারাও ছিলেন।

 

সিঙ্গাপুর-বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে। ৪ ডিসেম্বর পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে। ঐ দিন রাতেই বাংলাদেশ ত্যাগ করবে সিঙ্গাপুর।

এজেড/এইচজেএস