১৪ মিনিটে ৫ গোল, আবাহনীর আরেক প্রতিপক্ষ সুনিল ছেত্রির বেঙ্গালুরু
সতীর্থের সঙ্গে বেঙ্গালুরু ফরোয়ার্ড সুনিল ছেত্রি/গোল ডট কম
এএফসি কাপে আবাহনীর ম্যাচের তারিখ ও ভেন্যু এখনো ঠিক হয়নি। আবাহনী মালদ্বীপের ক্লাব ঈগলসের বিরুদ্ধে জিতলে কার সঙ্গে পরবর্তী প্লে অফ খেলবে সেটি অবশ্য ঠিক হয়েছে। বুধবার রাতে ভারতের গোয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি কাপের প্লে অফ ম্যাচে এফসি ব্যাঙ্গালুরু ৫-০ গোলে নেপাল আর্মিকে হারায়। প্রথমার্ধে ম্যাচটি গোলশূন্য ছিল। ৫১-৬৫ মিনিটের মধ্যে পাঁচ গোল করে ব্যাঙ্গালুরু। করোনাফেরত ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনিল ছেত্রি দলের হয়ে একটি গোল করেন।
ঢাকা আবাহনী প্রথম প্লে অফের বাধা পার করতে পারলে ভারতের অধিনায়কের দলের সামনে পড়বে। সেই ম্যাচটি খুব কঠিন হবে সেটি স্বীকার করে নিচ্ছেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস, ‘তারা খুবই আক্রমণাত্মক দল। সেটা দ্বিতীয়ার্ধে প্রমাণ করেছে। তবে আমাদের প্রথম পরিকল্পনা মালদ্বীপের ক্লাব ঈগলসকে নিয়ে।’
বিজ্ঞাপন
এএফসির সূচি অনুযায়ী আবাহনীর ম্যাচটি হওয়ার কথা ছিল গতকাল ১৪ এপ্রিল, ঢাকায়। তবে বাংলাদেশে লকডাউনের কারণে এই ম্যাচ ২১ এপ্রিল নেপালে আয়োজনের সিদ্ধান্ত হয়। কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় ২১ এপ্রিলও ম্যাচ খেলা হচ্ছে না আবাহনীর। এ বিষয়ে এএফসি আবাহনীকে এখনো কিছু জানায়নি।
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর অনুমান, ‘এএফসি এখন ব্যাঙ্গালুরুর সঙ্গে আলোচনা করে হয়তো আমাদের ম্যাচের তারিখ ও ভেন্যু ঠিক করবে। চূড়ান্ত পর্ব মালদ্বীপে ১৪ মে থেকে। এর এক সপ্তাহ আগে দুইটি প্লে অফ মালদ্বীপে অনুষ্ঠিত হলে সবচেয়ে ভালো হবে।’ এএফসি দুই-এক দিনের মধ্যে আবাহনী ও ক্লাব ঈগলসের ম্যাচের দিনক্ষণ ঠিক করবে বলে আশা রুপুর।
বিজ্ঞাপন
এএফসি কাপে দক্ষিণ এশিয়া জোনে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ভারতের অ্যাটলেটিকো দে কলকাতা মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া ও বাংলাদেশের বসুন্ধরা কিংস। এই গ্রুপের চতুর্থ দল হওয়ার জন্য লড়ছে এখন ভারতের ব্যাঙ্গালুরু, বাংলাদেশের আবাহনী ও মালদ্বীপের ক্লাব ঈগলস।
আবাহনী গত বছর মালদ্বীপের মাজিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে গোলের হিসাবে প্লে অফ থেকে বাদ পড়েছিল। এর আগের বছর আবার চূড়ান্ত পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভের বিরুদ্ধে জোনাল সেমিফাইনালের প্লে অফ খেলেছিল আবাহনী।
এজেড/এনইউ/জেএস