ঘরোয়া ফুটবল মৌসুম আগে শুরু হতো ফেডারেশন কাপ দিয়ে। গত মৌসুম থেকে বাফুফে স্বাধীনতা কাপ দিয়ে শুরু করছে ঘরোয়া ফুটবল আসর। ফেডারেশন কাপ হচ্ছে লিগের বিরতির মধ্যে।

২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ। আর ফেডারেশন কাপ শুরুর তারিখ ২৬ ডিসেম্বর। তার আগে ফেডারেশনের কাপ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। গত মৌসুমের মতো এবারও শুক্র-শনি লিগের ম্যাচ আর মঙ্গলবার ফেডারেশন কাপের খেলা৷ 

স্বাধীনতা কাপে বাছাই পর্ব ছিল। ফেডারেশন কাপে কোনো বাছাই পর্ব নেই। লিগে অংশগ্রহণকারী দশ দলই অংশ নেবে৷ গত আসরের মতোই তিন গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্স আপের সঙ্গে সেরা ২ তৃতীয় দল কোয়ার্টার ফাইনাল খেলবে। গত আসরের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব।  

স্বাধীনতা কাপের মতো ফেডারেশন কাপও তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বসুন্ধরা কিংস অ্যারেনার পাশাপাশি গোপালগঞ্জ ও মুন্সিগন্জে ফেডারেশন কাপের খেলা হবে। এই তিনটি ভেন্যুই লিগের কোনো না কোনো ক্লাবের হোম৷ গত আসরের নক আউট ম্যাচে কোনো ক্লাব প্রতিপক্ষের হোমে খেলা নিয়ে আপত্তি তুলেনি। এবার অবশ্য স্বাধীনতা কাপে সেমিফাইনালে ঢাকা আবাহনী কিংসের বিপক্ষে কিংস অ্যারেনায় খেলা নিয়ে প্রশ্ন তুলেছে। 

এজেড/এইচজেএস