ঘরোয়া ফুটবলে প্রথমবারের মতো মোহামেডান ও বসুন্ধরা কিংসের ফাইনাল। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে তাই মাঠ ও গ্যালারি উভয় জায়গায় উত্তেজনা। স্বাধীনতা কাপের ফাইনালের প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি। 

কাগজে-কলমে বসুন্ধরা কিংস সাদা কালোদের চেয়ে এগিয়ে। মাঠের লড়াইয়ে প্রথমার্ধে অবশ্য তেমন কিছুই ছিল না। কিংসের বিপক্ষে ভালোই লড়েছে মোহামেডান। কোয়ার্টার ও সেমিফাইনাল মোহামেডান উতরেছিল উজবেক মিডফিল্ডার মোজাফফরভের ফ্রী কিকে। আজ ফাইনালে প্রথমার্ধেই বক্সের আশেপাশে দুটি ফ্রী কিক পেয়েছিল মোহামেডান৷ মোজাফফরভের সেই শট অবশ্য গোল হওয়ার মতো ছিল না।

মোজাফফর ও সোলেমান দিয়াবাতের সমন্বয়ে মোহামেডান কয়েকটি আক্রমণ করেছিল। গোলের সুযোগ তৈরি হলেও দুর্বল ফিনিশিংয়ে লীড পায়নি সাদা কালোরা। সোমবার কর্মব্যস্ত দিনে ফাইনাল হলেও গ্যালারিতে ছিল দুই দলের সমর্থক। রেফারির কিছু সিদ্ধান্তে মাঝে মধ্যেই ফুঁসে উঠেছিল গ্যালারি। 

ম্যাচে সবচেয়ে সহজ সুযোগ মিস করেছেন কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন। ৩৮ মিনিটে সোহেল রানার ক্রস ডরিয়েল্টন ফাঁকা জায়গায় দাড়িয়ে হেড বাইরে নেন ৷ মোহামেডানকে ম্যাচে রেখেছিলেন গোলরক্ষক সুজন। ১৫ মিনিটে অধিনায়ক রবসনের নেয়া শট দুর্দান্ত সেভ করেন মোহামেডানের গোলরক্ষক। 

এজেড/জেএ