বাফুফের একাডেমি কাপ শুরু
সাম্প্রতিক সময়ে তৃণমূল ফুটবলে জোর দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফার আর্থিক সাহায্য পেয়ে অনূর্ধ্ব-১৫ পর্যায়ে তারা একাডেমি কাপ টুর্নামেন্ট শুরু করেছে। আজ (মঙ্গলবার) কমলাপুর স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অন্য ভেন্যুতেও হয়েছে একাধিক ম্যাচ।
বড় সাফল্য না আসলেও এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। অনেক শিশু-কিশোর এখনও ফুটবল নিয়ে দিনের বেশি সময় কাটান। গত কয়েক বছর দেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে একাডেমিও। বাফুফে সেই একাডেমিগুলোকে নিজেদের অ্যাক্রিডিটেশনের আওতায় নিয়ে এসেছে।
বিজ্ঞাপন
অ্যাক্রিডিটেশনের আওতায় আনার পর এবার একাডেমি কাপ করছে তারা। ১৭০টি একাডেমি এতে অংশগ্রহণ করছে। বাফুফে একাডেমি কাপে ক্ষুদে ফুটবলারদের দেখা গেল বেশ স্বতঃস্ফূর্ত। কমলাপুর স্টেডিয়ামে উদ্বোধনী দিনে খেলা খিলগাও তিলপাড়ার টাইগার কিডস ফুটবল একাডেমির প্রশিক্ষক রুবেল মৃধা বলেন, ‘এটি ফেডারেশনের খুব সুন্দর উদ্যোগ। ফুটবল সংস্কৃতি তৈরির খুব সুন্দর মাধ্যম।’
কমলাপুর স্টেডিয়ামে একাডেমি কাপ দেখতে এসেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আশরাফ আলী। তার চোখেও ধরা পড়ল কিছু মেধাবী ফুটবলার, ‘কিছুক্ষণ খেলা দেখে কয়েকজনের পায়ে ভালো কাজ দেখলাম। এদের ফেডারেশন ধরে রাখতে পারলে ফুটবলার পেতে সমস্যা হবে না।’
বিজ্ঞাপন
এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে বাফুফের ডেভলপমেন্ট কমিটির অধীনে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে ব্যক্তিগত ব্যস্ততার জন্য উপস্থিত ছিলেন না ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। নির্বাহী সদস্য মহিদুর রহমান মেরাজ, ডেভলপমেন্ট কমিটিতে থাকা সাবেক ফুটবলাররা এবং সাধারণ সম্পাদক টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এজেড/এএইচএস