প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করতে গত কয়েক বছর ধরেই ফুটবলার হান্ট করছে বায়ার্ন মিউনিখ। এ বছরও এর ব্যতিক্রম হচ্ছে না। এ বছরও পুরো বিশ্বের অনূর্ধ্ব-১৯ বছর বয়সী ফুটবলারদের থেকে আবেদন আহ্বান করেছে জার্মানীর জনপ্রিয় এই ক্লাবটি।

এ প্রোগ্রামের আওতায় বায়ার্নের সঙ্গে ট্রেনিং ও কোচিংয়ের সুযোগ পান ফুটবলাররা। তবে মূল প্রোগ্রামে সুযোগ পাওয়ার আগে বেশ কিছু ধাপে বাছাই করা হয়। সেসব বাছাই প্রক্রিয়া পার হয়ে মূল ধাপে যেতে পারলে ক্লাবটির একাডেমিতে নিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়।

যারা ২০০৬ সাল ও ২০০৭ সালে জন্ম গ্রহণ করেছে তারা এ বছর আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন করা যাবে। ক্লাবটির অফিশিয়াল ওয়েবসাইটের কন্টাক্ট অপশনের ওয়াল্ড স্কোয়াডে এ আবেদন ফর্মটি পাওয়া যাবে। অথবা এখানে ক্লিক করেও আবেদন করতে পারবেন।

আবেদন ফর্মের সঙ্গে আপনার নিজের ফুটবল দক্ষতার একটি ভিডিও সাবমিট করতে হবে। ফুটবলের যে বিভাগে আপনি সবচেয়ে দক্ষ, সেটার সর্বোচ্চ ৯০ সেকেন্ডের একটি ভিডিও করে তা জমা দিতে হবে। এই ভিডিওর ওপর ভিত্তি কররেই মূলত প্রাথমিক বাছাই প্রক্রিয়া হবে।

গত বছর যারা বায়ার্নের এ প্রোগ্রামে সুযোগ পেয়েছিল তারা দুটি ইনসেন্টিভ ট্রেনিংয়ের সুযোগ পায়। একটি হয়েছে জার্মানিতে, অন্যটি আর্জেন্টিনায়। আর দুই জায়গায়ই কোচ হিসেবে ছিলেন বায়ার্নের কিংবদন্তি রয় ম্যাকয়। 

এইচজেএস