লিগের দ্বিতীয় রাউন্ডেই দুই শিরোপা প্রত্যাশী দলের মধ্যে পাঁচ পয়েন্টের ব্যবধান হয়েছে। বসুন্ধরা টানা দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। অন্য দিকে আরেক শিরোপা প্রত্যাশী আবাহনী দুই ম্যাচে এক ড্র ও হারে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে।

আজ ঢাকা আবাহনীর হারের দিনে হেরেছে চট্টগ্রাম আবাহনীও। কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীকে ১-৪ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচটি এক পর্যায়ে ১-১ এ সমতা ছিল। শেষ পর্যন্ত একপেশে ম্যাচে কিংস আরো তিন গোল দিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে।

ম্যাচ শুরুর ২ মিনিটেই কিংস এগিয়ে যায়। টুটুল হোসেন বাদশার ক্রসে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন বক্সের ভেতরে জোরালো হেডে গোল করেন। চট্টগ্রাম আবাহনী ৮ মিনিট পরই ম্যাচে সমতা আনে। বক্সের ভেতরে সতীর্থের পাসে আবু আজিজ কোনাকুনি জোরালো শটে কিংসের গোলরক্ষক শ্রাবণকে পরাস্ত করেন। আগের ম্যাচে জিকোকে সুযোগ দিলেও এই ম্যাচে আবার শ্রাবণকে খেলিয়েছেন কিংসের কোচ অস্কার ব্রুজন।

২৮ মিনিটে কিংস আবার লীড নেয়। রবসনের থ্রু থেকে রাকিব বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন। ৪০ মিনিটে রফিকুল ইসলামের কাটব্যাক থেকে ডরিয়েল্টনের আরেক গোলে কিংসের জয় অনেকটাই নিশ্চিত হয়।

বিরতির পর চতুর্থ গোল পেতে কিংসকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। ৮৬ মিনিটে কিংসের বদলি ফুটবলার মাশুক মিয়া জনিকে ফেলে দেন চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার। রেফারি আলমগীর খুবই কাছে ছিলেন। তাই পেনাল্টির বাশি বাজাতে বিলম্ব করেননি। অধিনায়ক রবসন গোল করলে ৪-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। 

নির্বাচনের জন্য লিগের আগামী সপ্তাহে লিগে বিরতি। ১২ জানুয়ারি থেকে শুরু হবে লিগের তৃতীয় রাউন্ড।

এজেড/এইচজেএস