ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় তারকা ক্রীড়াবিদরা
৭ জানুয়ারি জাতীয় নির্বাচন। এই নির্বাচনে সাবেক ক্রীড়াবিদ-সংগঠকরাও ব্যস্ত। কেউ প্রার্থী হয়েছেন আবার কেউ কারো প্রচার-প্রচারণায় ব্যস্ত। সাবেক জাতীয় তারকা ক্রীড়াবিদ ও সংগঠকরা আজ গাজীপুর-২ আসনে বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের প্রচারণায় গিয়েছিলেন।
আজ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত গণসংযোগ করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। সাবেক তারকা ক্রীড়াবিদ ও সংগঠকরা দুপুরের পর ক্রীড়া প্রতিমন্ত্রীর গণসংযোগে যোগ দেন। জাহিদ আহসান রাসেলের সংসদীয় নির্বাচনী এলাকা দেওড়া, ২৭ মোড়, গুইসারায় ছিলেন ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা। তারা একসঙ্গে লিফলেট বিতরণ করেন।
বিজ্ঞাপন
ক্রীড়াঙ্গনের তারকাদের পেয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, 'আমার প্রচারণায় আসায় তাদের সবাইকে ধন্যবাদ। তারা সবাই নিজ নিজ খেলায় এবং দেশের ক্রীড়াঙ্গনে বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্রীড়াঙ্গন ও দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করেছি। আশা করি আমার প্রাণপ্রিয় জনগণ আমাকে সেই মূল্যায়ন করবে।'
বিজ্ঞাপন
সাবেক জাতীয় তারকা ফুটবলার আব্দুল গাফফার বলেন, 'জাহিদ আহসান রাসেল দক্ষ সংসদ সদস্য। গত এক যুগের বেশি সময় তিনি ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত। ক্রীড়া উন্নয়নের ধারাবাহিকতার জন্য আমরা তার সঙ্গী হয়েছি।'
জাহিদ আহসান রাসেলের আজকের প্রচারণায় ছিলেন সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, শেখ মোঃ আসলাম, হাসানুজ্জামান খান বাবলু, আরমান মিয়া, সাবেক ব্যাডমিন্টন তারকা কামরুন নাহার ডানা, জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হিরু, রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান সহ আরো অনেক সাবেক ক্রীড়াবিদ-সংগঠক।
এজেড/এইচজেএস