জাতীয় দলের ফরোয়ার্ড নবীব নেওয়াজ জীবনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার রাতে ভারতের কলকাতায় ঢাকা আবাহনীর এই ফুটবলারের অপারেশন হয়।

গত বছর নভেম্বরে ঢাকায় নেপালের বিরুদ্ধে খেলার সময় পায়ের লিগামেন্টে ব্যথা পান। এরপর সেই ব্যথা নিয়ে কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেন। ব্যথা বাড়তে থাকায় বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে যান। তিনি অপারেশন করার পরামর্শ দেন। কিছু দিন আগে ভারতে কলকাতা যান চিকিৎসার জন্য। ডাক্তারের সঙ্গে আলোচনা করে গতকাল শনিবার অপারেশন করিয়েছেন। 

ঢাকা আবাহনীর পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোস জীবনের অপারেশন সম্পর্কে বলেন, ‘জীবন আমাদের গুরুত্বপূর্ণ ফুটবলার। এএফসি কাপ ও লিগে তাকে অনেক মিস করব আমরা। খেলার চেয়েও তার নিজের জীবন আরো অনেক বড়। আশা করি সে সুস্থ হয়ে আগের অবস্থানে ফিরবে।’  

জীবনকে মাঠে ফিরতে ৪-৫ মাসের মতো অপেক্ষা করতে হবে। বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সীমিত। মধ্যপ্রাচ্যে কর্মজীবী প্রবাসীদের জন্য কয়েকটি দেশে ফ্লাইট চলাচল সীমিত আকারে শুরু হয়েছে। ভারতের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক হলে দেশে ফিরবেন জীবন। 

এজেড/এটি/টিআইএস