নির্বাচনী বিরতির পর থেকে পুনরায় শুরু হয়েছে ঘরোয়া ফুটবল। আজ (শুক্রবার) প্রথম দিনেই বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) তৃতীয় রাউন্ডের চারটি ম্যাচ ছিল। দিনের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও ফর্টিজ এফসির মধ্যে। হোম ম্যাচে কিংস ৩-১ গোলে ফর্টিজকে হারিয়েছে।

প্রিমিয়ার ফুটবল লিগের বতর্মান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। লিগের তৃতীয় রাউন্ডেও তাদের জয় অব্যাহত রয়েছে। টানা তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে কিংস। কিংসের তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাকিব হোসেন।

চার গোলের ম্যাচে প্রথমটি করেন কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন। নবম মিনিটে কিংস এগিয়ে যাওয়ার চার মিনিটের মধ্যেই সমতায় ফিরে ম্যাচ। তারিক কাজীর আত্মঘাতী গোলে খেলায় ফিরে ফর্টিজ। ব্রাজিলিয়ান ডরিয়েল্টনের গোলে আবার লিড নেয় বসুন্ধরা কিংস। ফলে ২-১ স্কোরলাইন শেষ হয় প্রথমার্ধ।

৭৭ মিনিটে ম্যাচে কিংসের হয়ে তৃতীয় গোলটি করেন রিমন হোসেন। বাকি সময় আর গোল না হওয়ায় কিংসের জয় নিশ্চিত হয়। আগামীকাল তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ও শেখ রাসেল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনায়। 

দুই সপ্তাহ বিরতি দিয়ে ঘরোয়া ফুটবল আজ চার ভেন্যুতে চার ম্যাচ দিয়ে ফিরেছে। ফুটবলপ্রেমীরা যেমন অপেক্ষায় ছিলেন মাঠের খেলার জন্য, তেমনি আজ চার ম্যাচের আনুষ্ঠানিক ফলাফল ও ছবি বাফুফের মিডিয়া বিভাগ থেকে পেতে গণমাধ্যমকর্মীদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। পৌনে ২টায় শুরু হওয়া তিন ম্যাচের ফলাফল ও ছবি সরবরাহ করেছে সাড়ে ৬টায়। কিংস অ্যারেনায় শুরু হওয়া বিকেল ৫টার ম্যাচের ফলাফল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় প্রেরণ করেছে সোয়া এক ঘণ্টা পর। 

এজেড/এএইচএস