আর্জেন্টাইনের জোড়া গোলে মেসি-বেনজেমাদের চাপে রাখল অ্যাটলেটিকো
জোড়া গোল করে প্রথমার্ধেই অ্যাটলেটিকোকে এগিয়ে রেখেছিলেন আনহেল কোরেয়া/মার্কা
একটা ম্যাচে পা হড়কালেই ছিটকে পড়তে হবে শিরোপার দৌড় থেকে। এমন সমীকরণ এখন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে। এমন সমীকরণের সামনেই কিনা লুই সুয়ারেজকে চোটের কারণে হারাল অ্যাটলেটিকো। তবে তার অভাব কোচ দিয়েগো সিমিওনের দল বুঝতেই পারেনি এক আর্জেন্টাইনের কল্যাণে।
লিওনেল মেসির আর্জেন্টিনা-সতীর্থ আনহেল কোরেয়ার জোড়া গোলে এসডি এইবারকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। এ জয় নিয়ে লা লিগার শীর্ষে ব্যবধানটা চার পয়েন্টে নিয়ে গেছে অ্যাটলেটিকো। তাতে চাপে রাখা গেছে মেসি-কারিম বেনজেমাদেরও।
বিজ্ঞাপন
বলের দখলে এগিয়ে থাকলেও সিমিওনের অ্যাটলেটিকো প্রতিপক্ষ গোলমুখে শট পেতে সময় নেয় ৩৪ মিনিট। তাও ইয়ানিক কারাসকোর শটটা গেছে সোজা প্রতিপক্ষ গোলরক্ষক দিমিত্রোভিচ বরাবর। ফিরতি চেষ্টায় কিয়েরান ট্রিপিয়ারের চেষ্টাও যায় লক্ষ্যের অনেক বাইরে দিয়ে। এর মিনিট আটেক পরই অপেক্ষা শেষ হয় সিমিওনের দলের। কর্নার থেকে আসা সুযোগে কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন কোরেয়া।
এর মিনিট দুয়েক পর আবারও তার আঘাত। কারাসকোর বলটা প্রতিপক্ষ বিপদসীমার বাম পাশে পেয়ে এক ডিফেন্ডারকে বোকা বানালেন, এরপর গোলরক্ষক দিমিত্রোভিচকে ফাঁকি দিয়ে আছড়ে ফেললেন জালে। ২-০ গোলে এগিয়ে যাওয়া অ্যাটলেটিকোর জয়টা বিরতির আগেই নিশ্চিত হয়ে যায়।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের অসহায়ত্বের সুযোগ নিয়ে ব্যবধানটা বাড়ানোর কাজই করে গেছে সিমিওনের শিষ্যরা। প্রথমার্ধে একবার গোলবঞ্চিত হয়ে দুই গোল গড়ে দেওয়া কারাসকো প্রাপ্য গোলের দেখাটা পান বিরতি থেকে ফেরার চার মিনিট পরই। মাঝমাঠ থেকে ধেয়ে আসা লং বলটাকে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে ছিটকে ফেলেন, এরপর আরও দুই এইবার ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জড়ান জালে।
এর মিনিট চারেক পর কোরেয়ার বাড়ানো নিচু ক্রসে আলতো টোকায় বল জালে জড়ান সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার মার্কোস ইয়োরেন্তে। ৪-০ ব্যবধানে এগিয়ে যায় শিরোপা প্রত্যাশী দলটি। এ গোলে কোরেয়া যা করেছেন ৬৮ মিনিটে ঠিক সেটাই আবারও করে দেখান কারাসকো, তবে বাঁ প্রান্ত থেকে। জট পাকিয়ে যাওয়া এইবার রক্ষণ যার জবাব দিতেই পারেনি। আলতো টোকায় ইয়োরেন্তে পেয়ে যান তার দ্বিতীয় গোলের দেখা।
ম্যাচের বাকিটা সময় সিমিওনের শিষ্যরা কেবল রক্ষণকাজটাই করে গেছে। ফলে ৫-০ গোলের অনায়াস জয়টাও পেয়ে যায় দলটি। এই জয়ের ফলে ৩১ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট অর্জন করেছে দলটি। ফলে তালিকার দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে দলটির পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৪-এ, দিনের পরের ম্যাচে রিয়াল যদি হোঁচট খায়, ব্যবধানটা বাড়বে আরও। আর তিনে থাকা মেসিদের চেয়ে অ্যাটলেটিকো এগিয়ে আছে পাঁচ পয়েন্টে।
এনইউ