প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান তিন রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে রয়েছে। লিগের মতো ফেডারেশন কাপের সূচনাও ভালো করেছে ঐতিহ্যবাহী দলটি। গোপালগঞ্জের শেখ ফজলুল হকি মনি স্টেডিয়ামে বি গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান ২-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছি।

কাগজে-কলমে মোহামেডানের চেয়ে অনেক পিছিয়ে চট্টগ্রাম আবাহনী। সেই অপক্ষোকৃত দুর্বল দলই ১৪ মিনিটে ম্যাচে লিড নিয়েছে। নাইজেরিয়ান ফুটবলার আজীজের গোলে মোহামেডানকে পেছনে ফেলে চট্টলার দলটি।মোহামেডান ম্যাচে সমতা আনে প্রথমার্ধেই। নির্ধারিত ৪৫ মিনিট পর যোগ করা সময়ে জাফর ইকবালের গোলে সাদা-কালোরা খেলায় ফেরে।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টা করে। দ্বিতীয়ার্ধের দশ মিনিটের সময় মোহামেডানের উজবেক মিডফিল্ডার মোজাফফরভ গোল করেন। বাকি সময়ে আর গোল না হওয়ায় মোহামেডান ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

ফেডারেশন কাপে এ ও সি গ্রুপে তিন দল। বি গ্রুপে চার দল। বি গ্রুপে আজ দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আবাহনী ও মোহামেডান উভয়ই নিজ নিজ ম্যাচে জয়লাভ করেছে। গোল ব্যবধানে আবাহনী মোহামেডানের চেয়ে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে উপরে রয়েছে। 

এজেড/এইচজেএস